Buddhadeb Bhattacharya health update

রক্তচাপ, পালস রেট প্রায় স্বাভাবিক, বুদ্ধদেবের অবস্থার আরও উন্নতি

হাসপাতালের দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, রবিবার তাঁর ক্যাথিটার সরানোর কথা ভাবছেন চিকিৎসকরা। শুক্রবার থেকেই তাঁর সঙ্গে পরিচিত এক জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১২:৪৬
Share:

বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল চিত্র।

চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। শনিবারের মতো রবিবারও তিনি কথা বলেছেন। রক্তচাপ এবং পালস রেট স্থিতিশীল। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে তাঁকে। রবিবার বিকেলে হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, যে ভাবে সেরে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাতে সন্তুষ্ট চিকিৎসকরা।

Advertisement

শুক্রবার থেকেই বুদ্ধদেবের সঙ্গে তাঁর পরিচিত এক জনকে থাকার অনুমতি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে নানা বিষয়ে জানাচ্ছেন বুদ্ধবাবু। নার্স এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।

রবিবার বিকেলের বুলেটিনে জানানো হয়েছে, রক্তপরীক্ষার রিপোর্টে তেমন অসঙ্গতির আভাস পাওয়া যায়নি। ক্যাথিটার খুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও নিয়ন্ত্রণে। সূত্রের খবর, এই ভাবে উন্নতি হলে তাঁকে আর কিছু দিনের মধ্যে হয়তো হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে।

Advertisement

গত বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুদ্ধদেবকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সে দিন রাতেই ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয় তাঁকে। গঠন করা হয় ১১ সদস্যের মেডিক্যাল টিম।

আরও পড়ুন: ভেন্টিলেশনে কত ঘণ্টা, কবে বাড়ি যাব? বুদ্ধদেবের প্রশ্ন চিকিৎসকদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন