Bus Conductor

ভাড়া নিয়ে ঝামেলা, মহিলা যাত্রীকে হেনস্থার পর বাস থেকে ধাক্কা!

পুলিশ সূত্রে খবর, লেকটাউনের বাসিন্দা মোনালিসাদেবী ৪৪ রুটের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগে তিনি জানিয়েছে, কন্ডাক্টর ৭ টাকার বদলে তাঁর কাছে ৯ টাকা ভাড়া দাবি করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ২১:০১
Share:

প্রতীকী ছবি।

ভাড়া নিয়ে বচসার জেরে প্রথমে মহিলা যাত্রীকে হেনস্থা, তার পর তাঁকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কনডাক্টরের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ৭ টাকা ভাড়ার বদলে কনডাক্টর ৯ টাকা চাওয়ায় ঝামেলা বাধে ওই মহিলার যাত্রীর সঙ্গে। তর্কাতর্কির মাঝে আচমকাই মোনালিসা ভট্টাচার্য নামে ওই যাত্রীকে বাস থেকে ঠেলে ফেলে দেন অভিযুক্ত সজল হালদার।

Advertisement

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বি সি রায় শিশু হাসপাতালের কাছে। এই ঘটনায় চোট পান মোনালিসাদেবী। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে। গ্রেফতার করা হয় সজল নামের ওই কন্ডাক্টরকে।

পুলিশ সূত্রে খবর, লেকটাউনের বাসিন্দা মোনালিসাদেবী ৪৪ রুটের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগে তিনি জানিয়েছে, কন্ডাক্টর ৭ টাকার বদলে তাঁর কাছে ৯ টাকা ভাড়া দাবি করেছিলেন। তা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয়। গায়েও হাত দিয়ে হেনস্থার চেষ্টা করেন ওই কনডাক্টর। এরই মধ্যে আচমকাই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ধৃত সজলের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও মোটর ভেহিকলস আইনে মামলাও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন