Theft in Park Street Cafe

পার্ক স্ট্রিটের ক্যাফের সিসি ক্যামেরা বন্ধ করে আড়াই লক্ষ টাকা চুরি! বান্ধবীকে আইফোন দিয়ে ধৃত কর্মী

চঞ্চলের আরও দাবি, গত কয়েক মাস ধরে এই চুরির পরিকল্পনা করছেন তিনি। ক্যাফের ক্যাশবাক্সের নকল চাবিও তৈরি করিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:২৯
Share:

চুরির অভিযোগে ধৃত যুবক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কয়েক মাস ধরে পরিকল্পনা করেছিলেন ২২ বছরের কর্মী। তার পরে দিনক্ষণ স্থির করে পার্ক স্ট্রিটের এক ক্যাফের সিসি ক্যামেরা বন্ধ রেখেছিলেন কিছু ক্ষণ। অভিযোগ, সেই ফাঁকে চঞ্চল ভুইয়া নামে ওই কর্মী ক্যাফের ক্যাশবাক্স থেকে সরিয়ে ফেলেছিলেন আড়াই লক্ষ টাকা। সেই টাকায় বান্ধবীকে আইফোন কিনে দিয়ে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন অভিযুক্ত।

Advertisement

বৃহস্পতিবার বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্যাফের ম্যানেজার তনভির রহমান। তিনি জানান, ওই দিনই দুপুর ২টো ২৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে কোনও এক সময়ে ক্যাফের ক্যাশবাক্স থেকে দু’ লক্ষ ৫৩ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সে সময়কার সিসিটিভি ফুটেজও তাই পায়নি পুলিশ। এর পরেই তাদের সন্দেহ হয়। ক্যাফের কর্মীদের ফোনকলের তালিকায় নজরদারি শুরু করে পুলিশ।

সেই সূত্রেই পুলিশ জানতে পারে, ওই সময়ে ক্যাফের এক কর্মী একটি অ্যাপ ক্যাব সংস্থায় ফোন করে পরিষেবা নেয়। তার পরেই সেই সংস্থার সঙ্গে কথা বলে সেই কর্মীর হদিস পান তদন্তকারীরা। এর পরেই চঞ্চলের মগরাহাটের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেরায় দোষ স্বীকার করেন চঞ্চল। তাঁর বাড়ি থেকে ৪৯, ৯২০ টাকা উদ্ধার করে পুলিশ। চঞ্চল দাবি করেছেন, বৃহস্পতিবার বান্ধবীকে এক লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে একটি আইফোন কিনে দিয়েছেন। তাঁর জন্মদিনে ওই উপহার দিয়েছেন। ওই তরুণীর বাড়ি থেকে আইফোন এবং তাঁর বিল উদ্ধার করেছে পুলিশ। চঞ্চলের আরও দাবি, গত কয়েক মাস ধরে এই চুরির পরিকল্পনা করছেন তিনি। ক্যাফের ক্যাশবাক্সের নকল চাবিও তৈরি করিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement