Abhishek Banerjee

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি খারিজ করল কলকাতা হাই কোর্ট

অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, জনপ্রতিনিধিদের সচেতন হওয়া উচিত। বিচারব্যবস্থা নিয়ে তাঁদের সতর্ক হয়ে মন্তব্য করা উচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:২২
Share:

বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ। ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:৫০ key status

আদালতে শোনানো হয় অভিষেকের বক্তব্য, তার পর মামলা খারিজ হাই কোর্টে

আদালতে অভিষেকের বক্তব্য আদালতে শোনানো হয়। আইনজীবী কৌস্তভ বাগচীর জানান, অভিষেকের মন্তব্য, হাই কোর্টের মর্যাদার প্রশ্ন তুলেছে। যদিও আদালত মামলার আর্জি খারিজ করেছে।

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:৪১ key status

হাই কোর্টে ৪১ জন বিচারপতি, তার এক শতাংশ বলে কিছু হয় না, বললেন বিচারপতি

বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের মন্তব্য, এই হাই কোর্টে ৪১ জন বিচারপতি রয়েছেন। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা তো পরিষ্কার হওয়া দরকার। ১ শতাংশ বলে কিছু হয় না। 

অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি খারিজ আদালতে ফাইল ছবি।

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:৩৪ key status

মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, অবমাননার মামলা করার দরকার আছে বলে আদালত মনে করছে না। 

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:২৮ key status

বিচারপতিদের এক শতাংশ বলতে কী বোঝানো হয়েছে? প্রশ্ন আদালতের

মামলকারী সুস্মিতা সাহা দত্ত অভিষেকের বক্তব্যের পেন ড্রাইভ জমা দেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রশ্ন, ‘‘বিচারপতিদের এক শতাংশ বলতে কী বোঝানো হয়েছে? এক জন সাংসদ বলল মানেই ধরে নিতে হবে তেমন তো নয়। এক শতাংশ বলেছেন। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তা পরিস্কার নয়। আমার তো মনে হয়, এড়িয়ে যাওয়া উচিত।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:২০ key status

বিচারপতিদের এক শতাংশ বলতে কী বুঝিয়েছেন? প্রশ্ন আদালতের

বিচারপতিদের এক শতাংশ বলতে কী বুঝিয়েছেন অভিষেক, প্রশ্ন করল আদালত। 

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৪:১৯ key status

‘বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন...’ বলেছিলেন অভিষেক

গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা থেকে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে এক অভিষেক বলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement