Calcutta High Court

‘আইনের অপব্যবহার কলকাতা পুলিশের’, বিজেপির দুই নেত্রীর বিরুদ্ধে মামলা খারিজ হাই কোর্টে

২০২১ সালের মার্চে বিজেপি মহিলা মোর্চার নেত্রী রাখি মিত্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কেয়া ঘোষ মল্লিকবাজার কালীমন্দির এলাকায় প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতা পুলিশ ‘সঠিক ভাবে তদন্ত করেনি’ এবং ‘আইনের অপব্যবহার করেছে’ জানিয়ে মহিলা মোর্চার দুই নেত্রী-সহ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

২০২১ সালের ২৯ মার্চ বিজেপি মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রাখি মিত্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কেয়া ঘোষ মল্লিকবাজার কালীমন্দির এলাকায় ভোটের প্রচারে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন এলাকার কিছু বিজেপি কর্মী। অভিযোগ, সে সময় তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তাঁরা। দুই নেত্রী শারীরিক নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। পার্ক স্ট্রিট থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের করেছিলেন রাখিরা।

বিজেপির অভিযোগ, তৃণমূলের হামলার তদন্ত না করে উল্টে দুই নেত্রী-সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। এ ক্ষেত্রে পুলিশের অভিযোগ , রাখিরা সে সময় আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই তাঁদের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৮৩ (সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি) এবং ১৮৮ (সরকারি আদেশ অমান্য) ধারায় মামলা করা হয়। এর পরে নিম্ন আদালতে চার্জশিট জমা দেওয়া হয় পুলিশের তরফে।

Advertisement

পুলিশের ওই মামলার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাখি। অভিযোগ করেন, শাসকদল আশ্রিত হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত না করে উল্টে বিজেপি নেতা-নেত্রীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে পুলিশ। বুধবার বিচারপতি অজয় গুপ্ত তাঁর রায় ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘পুলিশ কাউকে জেরা করেনি কোনও অভিযুক্তকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেনি। মামলার কোনও সাক্ষী নেই। কোনও সঠিক তথ্যপ্রমাণও নেই।’’ এই মামলায় চার্জশিট পেশের নির্দিষ্ট সময়সীমা (ছ’মাস) না মানা নিয়েও পুলিশকে নিশানা করেন বিচারপতি গুপ্ত। তিনি বলেছেন, ‘‘যে ভাবে ছ’মাসের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে পুলিশ চার্জশিট পেশ করেছে, তা আইনবিরুদ্ধ।’’ রাখিদের মামলা চালিয়ে যাওয়ার কোনও যুক্তি নেই জানিয়ে তা খারিজ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement