সোনিকা মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মডেল সোনিকা সিংহ চৌহানের অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা চলছে আলিপুর জেলা আদালতে। ওই আদালতের বিচার প্রক্রিয়ার উপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক মাসের অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০০:৫৩
Share:

বিক্রম ও সোনিকা

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মডেল সোনিকা সিংহ চৌহানের অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা চলছে আলিপুর জেলা আদালতে। ওই আদালতের বিচার প্রক্রিয়ার উপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক মাসের অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করেছেন।

Advertisement

হাইকোর্টের সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় এবং সুদীপ ঘোষ জানান, ওই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য বিক্রম আলিপুর আদালতে আর্জি জানিয়েছিলেন। নিম্ন আদালত তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিক্রম। এ দিন অবকাশ বেঞ্চে ওই মামলার শুনানিতেই এই নির্দেশ দেন বিচারপতি।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২৯ এপ্রিল ভোরে লেক মার্কেটের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান সোনিকা। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম। দুর্ঘটনার সময়ে সোনিকা বিক্রমের পাশের আসনে বসেছিলেন। পুলিশের অভিযোগ, মত্ত অবস্থায় বিক্রম গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটনোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

Advertisement

এ দিন বিক্রমের আইনজীবী তীর্থঙ্কর ঘোষ আদালতে অভিযোগ করেন, পুলিশ ফৌজদারি বিধি মেনে তদন্ত করেনি। আইনজীবী যুক্তি দেখিয়ে বলেন, টালিগঞ্জ থানার যে পুলিশ অফিসার বিক্রমের বিরুদ্ধে অভিযোগ জানালেন, তিনি কী করে ওই ঘটনার তদন্ত করতে পারেন!

সরকারি কৌঁসুলিরা এবং সোনিকার বাবার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় যুক্তি দেন, ‘‘কোনও পুলিশ অফিসার তাঁর দায়ের করা অভিযোগের তদন্ত করতেই পারেন। তাতে কোনও বাধা নেই।’’ বিচারপতি বন্দ্যোপাধ্যায় বিক্রমের আইনজীবীকে জানান, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে পৃথক ভাবে বিজ্ঞপ্তি পাঠাতে। একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, পুজোর ছুটির পরে হাইকোর্ট খুললে তার দু’সপ্তাহ পরে মামলাটি ফের উঠবে।

বিক্রমের আলিপুর আদালতের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এ দিন জানান, ৩ ডিসেম্বর চার্জ গঠনের দিন ধার্য হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement