ছবিটি তুলেছেন কৌশিক পাল।
ই এম বাইপাস ধরে পরমা আইল্যান্ডের দিকে যাওয়ার সময়ে মনোবিকাশ কেন্দ্রের কাছে খালে পড়ে যায় এই গাড়িটি। পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই ঘটনা। গাড়িতে চালক ছাড়াও এক চিকিৎসক ছিলেন। তাঁরা নিজেরাই গাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রায় আধ ঘণ্টা পরে পুলিশ গিয়ে গাড়িটিকে তোলে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ।