Car Drowns at Nimtala

নিমতলা ঘাটে দাঁড় করানো গাড়ি তলিয়ে গেল গঙ্গায়! একাধিক আহত, চলছে গাড়ি উদ্ধারের চেষ্টা

বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকার স্থানীয় বাসিন্দারা দেখেন, ঘাট থেকে বেশ কিছুটা দূরে মাঝগঙ্গায় একটি সাদা রঙের চারচাকার গাড়ি তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায় এলাকায়। পুলিশেও খবর দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:১৫
Share:

গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! ছবি: সংগৃহীত।

সাতসকালে দুর্ঘটনা খাস কলকাতায়! নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত চার চাকার গাড়ি। গাড়ির ধাক্কায় আহত হলেন অন্তত তিন জন।

Advertisement

বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকার স্থানীয় বাসিন্দারা দেখেন, ঘাট থেকে বেশ কিছুটা দূরে গঙ্গায় একটি সাদা রঙের চার চাকার গাড়ি তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায় এলাকায়। পুলিশেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শুরু হয় গাড়িটি জল থেকে তোলার প্রক্রিয়া।

জানা গিয়েছে, গাড়িটি মানিকতলার বাসিন্দা অমিত আগরওয়ালের। সকালে তিনি পরিবারের সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন। নিমতলা ঘাটের পাশে গাড়িটি দাঁড় করিয়ে রাখা ছিল। কিন্তু কোনও ভাবে গাড়িটি গড়িয়ে জলে পড়ে যায়। গাড়ির ধাক্কায় কয়েক জন আহতও হয়েছেন। ঘটনার সময় তাঁরা নিমতলা ঘাটে শুয়েছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়িতে হ্যান্ডব্রেক দেওয়া ছিল না। সম্ভবত সে কারণেই ঢাল বেয়ে গাড়িটি সোজা গিয়ে নদীতে পড়ে। তবে ঠিক কী ভাবে ওই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement