West Bengal Weather Update

বর্ষাবিদায়ের পরেও ফিরছে বৃষ্টি! সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা ছয় জেলায়, কলকাতায় কী হবে?

পুজোর পর থেকে তাপমাত্রা সামান্য কমেছে দক্ষিণবঙ্গে। গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। বৃহস্পতিবার আরও কিছুটা নেমেছে পারদ। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:২৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ— সব জায়গা থেকে সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শুষ্ক আবহাওয়ায় শুরু হয়ে গিয়েছে শীতের অপেক্ষায় দিনগোনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে বলে অনুমান আবহবিদদের। ধীরে ধীরে শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। সেই প্রেক্ষাপটে আলিপুর জানাল, সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়ার! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ছয় জেলায়। আকাশের মুখভার থাকতে পারে বাকি জেলাগুলিতেও।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ বিহারেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সপ্তাহান্তে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব পড়তে পারে লাক্ষাদ্বীপ এবং কেরল ও কর্নাটকের উপকূলে। বাংলায় এ সবের সরাসরি প্রভাব না পড়লেও দখিনা বাতাস ও পশ্চিমি হাওয়ার সংস্পর্শে উত্তর ও দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আপাতত শুক্রবার পর্যন্ত বঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার ওই দুই জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকবে। আলিপুর জানিয়েছে, শনি ও রবিবার খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

Advertisement

একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শনিবার থেকে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে।

পুজোর পর থেকে তাপমাত্রা সামান্য কমেছে দক্ষিণবঙ্গে। গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। বৃহস্পতিবার আরও কিছুটা নেমেছে পারদ। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement