সিসিটিভি ফুটেজ ধরাল ৪ দুষ্কৃতীকে

একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার দুষ্কৃতীকে সিসিটিভি-র সূত্র ধরে গ্রেফতার করল পুলিশ। রবিবার, লিলুয়া থেকে। ধৃতদের নাম শিবা সাউ, কিষাণ ঘোষ, নির্মল ঘোষ এবং ভিকি ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০০:৩০
Share:

একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার দুষ্কৃতীকে সিসিটিভি-র সূত্র ধরে গ্রেফতার করল পুলিশ। রবিবার, লিলুয়া থেকে। ধৃতদের নাম শিবা সাউ, কিষাণ ঘোষ, নির্মল ঘোষ এবং ভিকি ঘোষ। সকলেই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত বুধবার লেকটাউনের ব্যবসায়ী বিনোদকুমার গোয়েন্‌কা ব্যাঙ্ক থেকে ৯০ হাজার টাকা তুলে লিলুয়ায় তাঁর কারখানায় যাচ্ছিলেন। কারখানার কিছুটা দূরে আচমকাই তিন যুবক বিনোদবাবুর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ওই ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে। বিনোদবাবু বাধা দিলে তাঁকে ধাক্কা মেরে রাস্তার কাদায় ফেলে দেয় দুষ্কৃতীরা। এর পরে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে, এলাকার একটি সিসিটিভি-তে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই সূত্র ধরেই গ্রেফতার হয় চার দুষ্কৃতী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement