নয়া মেট্রোর সুড়ঙ্গে রেলকর্তা

মেট্রো সূত্রের খবর, ব্রেবোর্ন রোড উড়ালপুল সংলগ্ন মেট্রোর ভেন্টিলেশন শ্যাফট-টি দেশের মধ্যে গভীরতম। পরিদর্শন সেরে ঘণ্টা দেড়েক পরে ফিরে যান রেল বোর্ডের চেয়ারম্যান। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০১:৫৭
Share:

সুড়ঙ্গ পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। শনিবার। নিজস্ব চিত্র

গঙ্গাবক্ষের প্রায় ৬০ ফুট নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ পরিদর্শন করলেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গেই তিনি ওই সুড়ঙ্গে নামেন। হাওড়া ময়দানের দিক থেকে নেমে নির্মীয়মাণ মহাকরণ স্টেশন ছাড়িয়ে বেশ কিছুটা অংশ ঘুরে দেখেন তিনি। টানেল বোরিং মেশিন দিয়ে কী ভাবে সুড়ঙ্গ কাটা হচ্ছে, তা খতিয়ে দেখেন। প্রসঙ্গত, হাওড়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ স্টেশনটিই সারা দেশের মধ্যে গভীরতম। পরে গঙ্গার নীচে সুড়ঙ্গের অবস্থাও খতিয়ে দেখেন তিনি। সম্পূর্ণ শুকনো সুড়ঙ্গ দেখে কাজের প্রশংসা করেন।

Advertisement

সুড়ঙ্গপথে নদী পেরিয়ে এসে কলকাতার দিকে সিনাগগ, রাইটার্স বিল্ডিং এবং সেন্ট অ্যান্ড্রিউজ চার্চের মতো হেরিটেজ ভবনগুলির নীচে কতটা সতর্কতার সঙ্গে মেট্রোর সুড়ঙ্গ কাটা হয়েছে, তা-ও দেখেন চেয়ারম্যান। মেট্রো সূত্রের খবর, ব্রেবোর্ন রোড উড়ালপুল সংলগ্ন মেট্রোর ভেন্টিলেশন শ্যাফট-টি দেশের মধ্যে গভীরতম। পরিদর্শন সেরে ঘণ্টা দেড়েক পরে ফিরে যান রেল বোর্ডের চেয়ারম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন