ব্যবসায়ী খুনে চার্জশিট

মল্লিকবাজারের ব্যবসায়ী নুর মহম্মদকে খুনের ঘটনার মূল চক্রী সালাউদ্দিন-সহ চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৮৮ দিনের মাথায় বুধবার ব্যাঙ্কশাল আদালতে ওই চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯
Share:

মল্লিকবাজারের ব্যবসায়ী নুর মহম্মদকে খুনের ঘটনার মূল চক্রী সালাউদ্দিন-সহ চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৮৮ দিনের মাথায় বুধবার ব্যাঙ্কশাল আদালতে ওই চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, চার্জশিটে মূল চক্রী ছাড়াও শামিম ওরফে কেলো, খুরশিদ আলম ওরফে চিন্টু এবং শেখ মইনউদ্দিন ওরফে রাজের নাম রয়েছে। পুলিশের দাবি, রাজই নুরকে গুলি করে খুন করেছিল ১০ জুলাই। সঙ্গে ছিল চিন্টু। নুর মহম্মদকে খুন করার জন্য খিদিরপুরের বাসিন্দা চিন্টু এবং রাজকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করেছিল সালাউদ্দিন। পুলিশ জানায়, সালাউদ্দিনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল নুরের। এক ব্যবসায়ীকে টাকা ধার দেওয়া নিয়ে কেলো এবং সালাউদ্দিনের সঙ্গে নুরের গোলমাল হয়। তাতে নুরের হাতে অপমানিত হন ওই দু’জন। বদলা নিতে এবং নুরকে শিক্ষা দিতে সালাউদ্দিন খুন করায় নুরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement