সল্টলেকের বইমেলায় বাড়তি বাস দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নে এই নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মিলনমেলা প্রাঙ্গণে মেরামতি চলছে। তাই এ বার বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মেলার উদ্বোধন ৩০ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০২:৪১
Share:

ছবি: সংগৃহীত।

মহানগরী থেকে কলকাতা বইমেলা এ বার সরে যাচ্ছে উপনগরী সল্টলেকে। বইপ্রেমীদের যাতে কোনও অসুবিধা না-হয়, সেই জন্য মেলা চলাকালীন শহরের সব দিক থেকে সল্টলেক পর্যন্ত বাড়তি বাস চালাতে হবে বলে শুক্রবার পরিবহণমন্ত্রী এবং পরিবহণসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ দিন নবান্নে এই নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মিলনমেলা প্রাঙ্গণে মেরামতি চলছে। তাই এ বার বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মেলার উদ্বোধন ৩০ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী ছাড়াও এ দিনের বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, গিল্ডের পক্ষে ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশুশেখর দে, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত, বিধায়ক সুজিত বসু, পুর কমিশনার পৃথা সরকার এবং বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ। মেলায় ১২টি গেট তৈরি করতে হবে। মেলায় ঢুকতে-বেরোতে যাতে অসুবিধা না-হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement