Death Case

মায়ের সঙ্গে কাপড় তুলতে গিয়ে মৃত্যু শিশুর, তদন্তে এন্টালি পুলিশ

পুলিশ সূত্রে খবর, শিশুর মাথায় আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে। মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৩:১৮
Share:

—প্রতীকী চিত্র।

মায়ের সঙ্গে কাপড় তুলতে গিয়েছিল তিন বছরের পুত্র। বুধবার তার মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ।

Advertisement

কনভেন্ট লেনের একটি নির্মীয়মান ভবনের ছাদ থেকে শুকনো কাপড় তোলার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মা কাজল কুমারী। তার পরে ছেলেকে নীচে যেতে বলেছিলেন মা। কাজল নিজে নীচে নামার পরে তাঁর ছেলেকে খুঁজে পাননি। পরে তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই ভবন ও সংলগ্ন বিভিন্ন অঞ্চলে তিনি খোঁজ শুরু করেন। পরে নীচের তলার লিফট্ ডাক্টের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় তাকে পাওয়া যায়।

নাবালককে উদ্ধারের পরে তাকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে জানান, ওই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুর মাথায় আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে। মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। কী করে মৃত্যু হয়েছে তা জানতে মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement