সিঁড়ি থেকে পড়ে মৃত্যু শিশুর

গুটি গুটি পায়ে মায়ের পিছনে সিঁড়ির দিয়ে নামতে শুরু করেছিল বছর চারেকের শিশুটি। বুঝতে পারেননি মা। ছেলের কান্না শুনে ছুটে গিয়ে দেখেন, তত ক্ষণে ছেলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:৪২
Share:

গুটি গুটি পায়ে মায়ের পিছনে সিঁড়ির দিয়ে নামতে শুরু করেছিল বছর চারেকের শিশুটি। বুঝতে পারেননি মা। ছেলের কান্না শুনে ছুটে গিয়ে দেখেন, তত ক্ষণে ছেলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছে। আহত সেই শিশু দু’দিন হাসপাতালে থাকার পরে সোমবার সকালে মারা যায়। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানার বিবেকানন্দ পার্ক এলাকায়।

Advertisement

পুলিশ জানায়, বিবেকানন্দ পার্কের শিবতলা রোডের দোতলা বাড়িতে দুই ছেলেকে নিয়ে থাকতেন নির্মল কুমার দাস এবং অপর্ণা দাস। একতলায় সামনের অংশে ভাড়া দেওয়া। নির্মলবাবুরা থাকেন দোতলায়। বাড়ির কাছেই পালপাড়ায় নির্মলবাবুর ওষুধের দোকান রয়েছে। বড় ছেলে অনুনয়ের বয়স এগারো-বারো আর ছোট অনুময়ের বয়স চার।

তদন্তে পুলিশ জেনেছে, শনিবার বিকেলে অপর্ণাদেবী পাম্প চালিয়েছিলেন। হঠাৎ মনে পড়ে সেই সুইচ বন্ধ করা হয়নি। তড়িঘড়ি একতলায় সিঁড়ির কাছে থাকা সুইচ বন্ধ করতে নামেন তিনি। হঠাৎ ছেলের কান্না শুনে দেখেন, সিঁড়ি দিয়ে ছেলে গড়িয়ে নীচে পড়ছে। তাকে কোলে তুলেই স্বামীকে দোকান থেকে ডেকে পাঠান অপর্ণা। পড়শিদের সাহায্যে ছেলেকে নিয়ে এম আর বাঙুর ও পরে এসএসকেএম হাসপাতালে যান। সেখানেই দু’দিন চিকিৎসাধীন থাকার পরে সোমবার অনুময় মারা যায়।

Advertisement

শিশুটির মৃত্যুর খবর পেয়েই রিজেন্ট পার্ক থানার পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি জানতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়। পুলিশের অনুমান, মাথায় চোট লাগার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন