Child Drowns in Kestopur Canal

খেলতে গিয়ে কেষ্টপুর খালে পড়ে গেল দুই শিশু! দীর্ঘ ক্ষণের চেষ্টায় উদ্ধার, মৃত ১

মৃত শিশুটির নাম ঋতু কোনার (৬)। তাদের পরিবার খালপাড় এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে প্রিয়াংশু কুমার নামে সাড়ে তিন বছরের আর এক খুদের সঙ্গে বাড়ির বাইরে খেলছিল ঋতু। খেলতে খেলতে কোনও ভাবে জলে পড়ে যায় দু’জনেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৭
Share:

খেলতে গিয়ে খালে তলিয়ে গেল দুই শিশু। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

খেলতে গিয়ে বাগজোলা খালে পড়ে গেল দুই শিশু! বুধবার সকালে কলকাতার কেষ্টপুরে ঘটনাটি ঘটেছে। খালে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। আর এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement

মৃত শিশুর নাম ঋতু কোনার (৬)। তাদের পরিবার খালপাড় এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে প্রিয়াংশু কুমার নামে সাড়ে তিন বছরের আর এক খুদের সঙ্গে বাড়ির বাইরে খেলছিল ঋতু। খেলতে খেলতে কোনও ভাবে জলে পড়ে যায় দু’জনেই। বেশ কিছু ক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে। এলাকাবাসীদের তৎপরতায় প্রিয়াংশুকে জল থেকে তোলা হয়। কিন্তু তখনও ঋতুর খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ডুবুরি নামিয়ে শুরু হয় উদ্ধারকাজ। দীর্ঘ ক্ষণ পর জল থেকে উদ্ধার করা হয় ঋতুর দেহ। দু’জনকেই হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ঋতুকে মৃত ঘোষণা করেন। অন্য শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বুধবার দুপুরের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুর পরিবার। ঋতুর মা গীতা কোনার বলেন, “রোজ সকালে ওরা ঘাসপাতা নিয়ে খালপাড়ের ধারে খেলে। আজও খেলছিল। কিছু ক্ষণ পর আমি ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বেরিয়ে দেখি, লোকে চিৎকার-চেঁচামেচি করছে। ওঁরাই বলেন, দুই শিশু জলে ভেসে গিয়েছে।’’ এলাকার আর এক বাসিন্দা বলেন, ‘‘গত কয়েক বছরে তিন-চার বার এরকম ঘটনা ঘটল। কোনও নিরাপত্তা নেই। মাত্র দু’জন গার্ড থাকেন। তা-ও তাঁরা সারা দিন থাকেন না। আজও কেউ ছিল না। থাকলে হয়তো শিশু দু’টিকে বাঁচানো যেত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement