সুনীলের হদিস দিতে পারল না সিআইডি

আট মাসের বেশি সময় তদন্ত চালিয়েও কলকাতা জাদুঘরের মুখ্য সংরক্ষণ আধিকারিক সুনীল উপাধ্যায়ের সন্ধান পেল না সিআইডি। সোমবার আলিপুর আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে তা জানিয়ে দিলেন সিআইডি-র তদন্তকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০২:৫৬
Share:

আট মাসের বেশি সময় তদন্ত চালিয়েও কলকাতা জাদুঘরের মুখ্য সংরক্ষণ আধিকারিক সুনীল উপাধ্যায়ের সন্ধান পেল না সিআইডি। সোমবার আলিপুর আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে তা জানিয়ে দিলেন সিআইডি-র তদন্তকারীরা।

Advertisement

গত বছরের ৩ জুলাই চারু মার্কেটের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সুনীলবাবু। কলকাতা পুলিশ প্রথমে তদন্তভার নিলেও সুনীলবাবুর খোঁজ পাওয়া যায়নি। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুনীলবাবুর পরিবার। গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্ট ঘটনার তদন্ত করতে সিআইডি-কে নির্দেশ দেয়।

সিআইডি সূত্রে খবর, তদন্ত শেষে তাঁরা সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে এ দিন আলিপুর আদালতে রিপোর্ট জমা দেন। গোয়েন্দাদের দাবি, রিপোর্টে বলা হয়েছে, সুনীলবাবু নিখোঁজ। এ-ও বলা হয়েছে, তাঁকে কেউ অপহরণ করেনি এবং তাঁর নিখোঁজ হওয়ার সঙ্গে অপরাধের যোগ নেই। গোয়েন্দারা জেনেছেন, শরীর খারাপের কারণে গত জুলাই থেকে সুনীলবাবু অফিসেও যেতেন না। তদন্তে তার সঙ্গেও সুনীলবাবুর নিখোঁজ হওয়ার যোগসূত্র মেলেনি। তবে সুনীলবাবু এখন কোথায়, সে ব্যাপারে গোয়েন্দারা রিপোর্টে কিছু বলেননি বলেই ভবানী ভবন সূত্রে খবর।

Advertisement

সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাঁরা জাদুঘরের তৎকালীন অধিকর্তা ভার্গব আম্মা বেণুগোপাল-সহ নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার এবং অন্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন। আট মাসের তদন্তে মোট ২৭ জনকে জেরা করে সিআইডি। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। কিন্তু গোয়েন্দাদের দাবি, কোনও তথ্যই সুনীল উপাধ্যায়ের নিখোঁজ-রহস্যের জট খুলতে তাঁদের সাহায্য করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement