নর্দমা ঘিরে গোলমাল, প্রহৃত প্রতিবন্ধী মহিলা

মাত্র ছ’ফুট চওড়া একটি গলিতে নর্দমা তৈরি নিয়ে গোলমাল। সেখান থেকেই ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রতিবন্ধী মহিলা। অভিযোগ, তাঁকে শুধু মারধরই নয়, খুনের হুমকি দেওয়া হয় তাঁর ছেলেকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:১১
Share:

মাত্র ছ’ফুট চওড়া একটি গলিতে নর্দমা তৈরি নিয়ে গোলমাল। সেখান থেকেই ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রতিবন্ধী মহিলা। অভিযোগ, তাঁকে শুধু মারধরই নয়, খুনের হুমকি দেওয়া হয় তাঁর ছেলেকেও। সোমবার, হাওড়ার বাকসাড়ার ফরিদপুরের ঘটনা। পুলিশ জানায়, ওই এলাকায় একটি গলিতে সিমেন্টের রাস্তা তৈরি করেছিল হাওড়া পুরসভা। এক বাসিন্দা মানিক সরকারের দাবি, রাস্তার অনেকটা জমি তাঁদের পরিবার থেকে দেওয়া হয়। কিন্তু দেখা যায়, কিছু তৃণমূল সমর্থক ঠিকাদারকে চাপ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে নর্দমা তৈরির চেষ্টা করছেন। অভিযোগ, প্রতিবাদ করলে সোমবার ৪-৫ জন যুবক মানিকবাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁর ছেলে মলয়কে মারধর করেন। মানিকবাবুর স্ত্রী রত্নাদেবী বাঁচাতে গেলে তাঁর পিঠে ও মুখে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তেরা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement