টাকা ভাগ ঘিরে সংঘর্ষ

দুই প্রোমোটারের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল হাওড়ার বেলিলিয়াস রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সংর্ঘষের সময়ে চারটি বোমা পড়ে। দু’দলের মধ্যে ইটবৃষ্টি হয়। এর জেরে আহত হন দু’জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০০:১৪
Share:

দুই প্রোমোটারের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল হাওড়ার বেলিলিয়াস রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সংর্ঘষের সময়ে চারটি বোমা পড়ে। দু’দলের মধ্যে ইটবৃষ্টি হয়। এর জেরে আহত হন দু’জন। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বেলিলিয়াস রোডে একটি প্রোমোটিং সংস্থার দুই অংশীদারের মধ্যে টাকা-পয়সার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে গোলমাল চলছিল। অভিযোগ, এ দিন দুপুর দেড়টা নাগাদ এক গোষ্ঠীর লোক অপর গোষ্ঠীর অফিসে ও অফিসের সামনের রাস্তায় পরপর চারটি বোমা ছোড়ে। একটি ফ্ল্যাটে ঢুকে ভাঙচুরও চালায়। অপর গোষ্ঠী বাধা দিতে এলে প্রথম দলের লোক ইট নিয়ে আক্রমণ করে। পাল্টা আক্রমণও হয়। কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement