পুজো কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
রাত সাড়ে ৮টা নাগাদ শেষ হল পুজো কার্নিভাল। চলেছে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে।
বডিগার্ড পুলিশ লাইন্সের পুজোর ট্যাবলোর সঙ্গে নাচলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মঞ্চে মুখ্যমন্ত্রীর মমতার সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রীর।
দক্ষিণ কলকাতা সর্বজনীনের পুজোর কার্লিভালে নাচলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
মঞ্চে অভিনেতা-অভিনেত্রী এবং দলের মহিলা সাংসদ-বিধায়কদের সঙ্গে নৃত্য পরিবেশন মুখ্যমন্ত্রী মমতার।
বেলেঘাটা ৩৩ পল্লি ক্লাবের সদস্যেরা। —নিজস্ব চিত্র।
রেড রোডের দুর্গাপুজোর শোভাযাত্রায় কাশী বোস লেনের প্রতিমা।
শোভাযাত্রায় কাশী বোস লেনের প্রতিমা। ছবি: ফেসবুক।
কার্নিভালে শোভাযাত্রায় দমদম তরুণ দলের পুজো।
প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, ভবানীপুর ৭৫ পল্লীর পুজো শোভাযাত্রা নিয়ে কার্নিভালে প্রবেশ করেছে। মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা। কুণাল ঘোষের পুজো বলে পরিচিত রামমোহন সম্মিলনীর শোভাযাত্রায় মুখ্যমন্ত্রীর গানে নৃত্য পরিবেশন হল।
হরিদেবপুর অজয় সংহতির বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। শোভাযাত্রায় মুখ্যমন্ত্রীর লেখা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গানে নাচ পরিবেশন করা হয়। এর আগে হাতিবাগান সর্বজনীন এবং শ্রীভূমি স্পোর্টিংয়ের শোভাযাত্রা গিয়েছে।