মুখ্যমন্ত্রীর নির্দেশ, গঙ্গার তীরে ক্যালকাটা আই গড়বে পুরসভা

গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে প্রস্তাবিত ‘ক্যালকাটা আই’ তৈরির দায়িত্ব কেএমডিএ-র হাত থেকে নিয়ে কলকাতা পুরসভাকে দেওয়া হল। শুক্রবার টাউন হলের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০২:০৩
Share:

গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে প্রস্তাবিত ‘ক্যালকাটা আই’ তৈরির দায়িত্ব কেএমডিএ-র হাত থেকে নিয়ে কলকাতা পুরসভাকে দেওয়া হল। শুক্রবার টাউন হলের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ দিয়েছেন। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, প্রকল্প রূপায়ণে অস্বাভাবিক দেরির জেরেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। লন্ডন আই–এর ধাঁচে এ শহরে ক্যালকাটা আই তৈরির ভাবনা মমতারই। ঘুর্ণায়মান ওই চক্রে উঠে একসঙ্গে ৫০০ মানুষ পাখির চোখে কলকাতা শহর দেখার সুযোগ পাবেন। প্রথম দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই এই প্রকল্প তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে প্রস্তাব ছিল, ২০১৪ সালেই চালু করা যাবে ক্যালকাটা আই। তা তৈরির জন্য ইতিমধ্যেই ব্রিটেনের একট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেএমডিএ সূত্রের খবর। প্রকল্প অনুযায়ী, মাটি থেকে ১৫০-১৮০ মিটার উচ্চতায় ওই চক্রে থাকবে কাচে মোড়া শীতাতপনিয়ন্ত্রিত ৩০টি কক্ষ (ক্যাপসুল)। তার ভিতরে দাঁড়িয়ে উপর থেকে কলকাতা-দর্শন করবেন মানুষ। পুরো এক পাক ঘুরতে ওই চক্র সময় নেবে ৩০ মিনিট। প্রকল্প গড়তে খরচ ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। গঙ্গার ধারে ওই প্রকল্পের জন্য পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র পেতেই অনেক দেরি হয়ে যায়। একইসঙ্গে প্রথম দিকে আপত্তি জানান কলকাতা বন্দর কর্তৃপক্ষ। পরে তাঁরা মেনে নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন