মেট্রোর দরজায় আটকাল পা

দরজা বন্ধ হওয়ার ঘণ্টা বাজার পরে তিনি নামার চেষ্টা করেন বলে মেট্রো সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০১:৫৬
Share:

কামরার দরজায় এক যাত্রীর পা আটকে বিপত্তি বাধল পার্ক স্ট্রিট স্টেশনে। —ফাইল চিত্র।

দমদমগামী মেট্রো থেকে নামার সময়ে মঙ্গলবার সন্ধ্যায় কামরার দরজায় এক যাত্রীর পা আটকে বিপত্তি বাধল পার্ক স্ট্রিট স্টেশনে।

Advertisement

অভিযোগ, দরজায় পায়ের গোড়ালি আটকে থাকা অবস্থাতেই নন-এসি মেট্রোর চাকা গড়াতে শুরু করে। রেলরক্ষী বাহিনীর এক কর্মী বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মেট্রোর চালকের দৃষ্টি আকর্ষণ করেন। চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামানোর পরে ওই যাত্রীকে উদ্ধার করা হয়।

তবে বছর পঁয়ত্রিশের ওই যাত্রীর তেমন কোনও আঘাত লাগেনি। দরজা বন্ধ হওয়ার ঘণ্টা বাজার পরে তিনি নামার চেষ্টা করেন বলে মেট্রো সূত্রের খবর। তবে দরজায় পা আটকে থাকা সত্ত্বেও মেট্রোর সব দরজা বন্ধ হওয়ার সঙ্কেত মিলল কী ভাবে, সেই প্রশ্নও উঠছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাড়াহুড়ো করে নামার বিপদ সম্পর্কে তাঁরা যাত্রীদের সচেতন করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement