উৎসবের খরচ নিয়ে পক্ষপাতের অভিযোগ

তা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি বরোর এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। উৎসবের খরচ বহন করবে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০২:৩১
Share:

জানুয়ারি মাস জুড়ে উৎসবের হিড়িক চলবে কলকাতায়। প্রসঙ্গত, রাজ্য সরকার গত কয়েক বছর ধরে ১২ জানুয়ারি বিবেক উৎসব এবং ২৩ জানুয়ারি সুভাষ উৎসব পালন করছে। সেই উৎসবে সামিল হবে কলকাতার ১৪৪টি ওয়ার্ড। ওই দুই উৎসব পালনের জন্য কাউন্সিলরদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। যদিও গত বছর বিরোধী কাউন্সিলরদের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল, তাঁদের কাছে ওই টাকা পৌঁছয় না। উল্টে তা পেয়ে থাকেন তৃণমূল কাউন্সিলরেরা। এ বারও ওই ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, সেই জবাব অবশ্য কৌশলে এড়িয়ে গিয়েছেন মেয়র পারিষদ
থেকে শুরু করে পুর প্রশাসনের কর্তারা। তবে পুরবোর্ডের এক কর্তা জানিয়েছে, সব ওয়ার্ড এলাকাতেই উৎসব হবে। তা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি বরোর এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। উৎসবের খরচ বহন করবে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতর।

Advertisement

উৎসবের প্রস্তুতি নিয়ে বুধবার পুর ভবনে ভিডিও কনফারেন্স করেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। বিভিন্ন বরো অফিসে হাজির ছিলেন চেয়ারম্যান এবং এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা। পুরসভার তরফে জানানো হয়েছে, বিবেক উৎসবের জন্য ওয়ার্ড পিছু ২০ হাজার এবং সুভাষ উৎসবের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, ১৬-২০ জানুয়ারি পর্যন্ত চলবে ছাত্র-যুব উৎসব। সেটি হবে বরো ভিত্তিক। তার জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হবে।

তবে এ বারও যে উৎসবে বিরোধীরা বঞ্চিত হতে চলেছেন, সেই ইঙ্গিতও মিলেছে। যদিও এক বরো চেয়ারম্যান জানান, গত বার দেখা গিয়েছিল, একাধিক বিরোধী কাউন্সিলর টাকা নিতে অনাগ্রহী ছিলেন। তাই বরোর অফিসারকে দিয়েই উৎসব করতে হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন