বিধি উড়িয়েই চলছে বিপদের ‘ভয়’-রাইড

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে অবাধেই চলছে নানা ধরনের রাইড। নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা ছাড়াই।

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৭
Share:

বিপদের ঝুঁকি সত্ত্বেও বছরভর শহরের বিভিন্ন উৎসবে, মেলায় রমরমিয়ে চলছে বিদ্যুৎচালিত নানা রকম রাইড। বছর দুই আগে হাওড়ার বেলিলিয়াস পার্কে দুর্ঘটনার কথা মাথায় রেখেই গত বছর মেলায় বা উৎসবে এই ধরনের ‘জয়রাইড’ চালানোর উপরে বিধিনিষেধ আরোপ করেছিল কলকাতা পুরসভা। তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে অবাধেই চলছে নানা ধরনের রাইড। নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা ছাড়াই।

Advertisement

কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমারের বক্তব্য, ‘‘গত বছর থেকেই সিদ্ধান্ত হয়েছে, পুর এলাকায় মেলা-উৎসব উপলক্ষে কোনও জয়রাইড চালাতে গেলে সংশ্লিষ্ট সংস্থাকে রাইট্স-সহ চারটি নামী সংস্থার বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা দিতে হবে পুরসভার কাছে। কিন্তু কোনও সংস্থাই তা জমা দেয়নি।’’ তাঁর অভিযোগ, ‘‘গত বছর থেকে শহরের যে সব জায়গায় মেলা-উৎসব উপলক্ষে এই ধরনের বৈদ্যুতিক জয়রাইডের ব্যবহার হয়েছে, তারা কেউই পুরসভার অনুমতি নেয়নি।’’

পুরসভার অনুমতি ছাড়াই যারা জয়রাইড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে পুরসভা কোনও ব্যবস্থা নেয় না কেন? এ প্রশ্নের উত্তরে মেয়র পারিষদ বলেন, ‘‘আমাদের কিছু করার নেই। যা ব্যবস্থা নেওয়ার পুলিশই নেবে।’’ লালবাজারের এক কর্তা বলেন, ‘‘মেলা কমিটির তরফে পুলিশের কাছে জয়রাইড চালানোর অনুমতি নেওয়া হয়। তাদের কাছে বিশেষজ্ঞ কমিটির প্রাথমিক রিপোর্টও থাকে। তবে সেই রিপোর্ট যাচাই করার মতো পরিকাঠামো পুলিশের নেই। কোনও দুর্ঘটনা ঘটে গেলে পুলিশ ওই মেলা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে।’’

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছয় আগে নিকো পার্কে একটি ওয়াটার রাইড ভেঙে আহত হয়েছিল একাধিক কিশোর। তার পরে ২০১৬ সালের ১২ নভেম্বর হাওড়ার বেলিলিয়াস পার্কে জয়রাইডের কেস ভেঙে এক তরুণী মারা যান। তার পরেই শুক্রবার রাতের ঘটনা। খিদিরপুরের ভূকৈলাস রাজবাড়ির মাঠে শিবরাত্রির মেলা উপলক্ষে জয়রাইড থেকে পড়ে গুরুতর আহত হয় এক শিশু।

কোনও পরীক্ষা ছাড়াই এই ধরনের বিপজ্জনক জয়রাইডের ব্যবহার নিয়ে অভিযোগ বহু দিনের। কলকাতা পুরসভার এক আধিকারিকের অভিযোগ, ‘‘মেলা, উৎসবে যে ধরনের রাইড চালানো হয়, সেগুলি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো দরকার। যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের জন্য ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়াও জরুরি। কিন্তু এ সবের কিছুই হয় না।’’ ওই আধিকারিক আরও জানান, অনেক ক্ষেত্রেই বড় বড় বিনোদন পার্কের বাতিল হয়ে যাওয়া রাইডের যন্ত্রাংশ কিনে এনে সেগুলি মেলায়-উৎসবে চালানো হয়। এর ফলে দুর্ঘটনার একটা আশঙ্কা সব সময়েই থেকে যায়।

পুলিশ সূত্রের খবর, শিবরাত্রির মেলা উপলক্ষে ভূকৈলাস রাজবাড়ির মাঠে জয়রাইড চালানোর জন্য মেলার উদ্যোক্তা ভূকৈলাস রাজবাড়ি এস্টেট কমিটির তরফে দক্ষিণ বন্দর থানার অনুমতি নেওয়া হয়েছিল। ডি সি (বন্দর) ওয়াকার রেজা বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়েই ভূকৈলাস রাজবাড়িতে ওই রাইড চলছিল। শুক্রবার রাতে চলন্ত রাইড থেকে এক শিশু পড়ে আহত হয়েছে। সেই ঘটনার পরেই ওই রাইড বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাইড যাঁরা চালাচ্ছিলেন, তাঁদের কোনও গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’ তবে ডি সি (বন্দর) জানিয়েছেন, জয়রাইডের যন্ত্রাংশ ঠিক আছে কি না, তা যাচাই করা পুলিশের এক্তিয়ারে পড়ে না। তিনি বলেন, ‘‘পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলায়। জয়রাইডের যন্ত্রাংশ ঠিক রয়েছে কি না, তা মেলা কমিটিরই দেখার কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন