হাজরার পাল্টা সমাবেশ থেকে মমতাকে আক্রমণ অধীরের

ধর্মতলায় শহিদ দিবসের সভার জনস্রোতের বিপক্ষে আরও একটি সমাবেশ হল হাজরায়। ধারে ও ভারে সেই শহিদ সমাবেশের সঙ্গে কংগ্রেসের জমায়েতের কোনও তুলনাই চলে না। তবে শাসক বিরোধী সমাবেশ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাবে আক্রমণ করলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ১৬:৫১
Share:

—ফাইল চিত্র।

ধর্মতলায় শহিদ দিবসের সভার জনস্রোতের বিপক্ষে আরও একটি সমাবেশ হল হাজরায়। ধারে ও ভারে সেই শহিদ সমাবেশের সঙ্গে কংগ্রেসের জমায়েতের কোনও তুলনাই চলে না। তবে শাসক বিরোধী সমাবেশ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাবে আক্রমণ করলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

মঙ্গলবার অধীরের নেতৃত্বে ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় হাজরা মোড়ে। মিছিলে সামিল হন কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকেরা। এ দিন সেই মিছিল শেষে একটি ম্যাটাডরের উপরে দাঁড়িয়ে ভাষণ দেন অধীরবাবু। ২১ জুলাইয়ের শহিদদের কথা উল্লেখ করে তিনি বলেন, “যাঁদের জন্য মমতা ক্ষমতায় এসেছেন, তাঁদের কথা ভুলে গিয়েছেন তিনি।”

হাজরা মোড়ে সভা করার জন্য পুলিশের অনুমতি চাইলেও তার অনুমতি মেলেনি বলে অভিযোগ অধীরের। তাঁর দাবি, “মমতার নির্দেশেই এখানে সভা করার অনুমতি দেয়নি পুলিশ।”

Advertisement

জমায়েত শেষে অধীরের কটাক্ষ, “লক্ষ লক্ষ মানুষের সমর্থন থাকা সত্ত্বেও কংগ্রেসকে ভয় পাচ্ছেন মমতা। সে কারণেই এ দিন তিনি হাজরায় সভা করার অনুমতি দেননি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement