মেয়র পদের রদবদল, পিছোল চুল্লি তৈরি

বর্তমানে কেওড়াতলা শ্মশানে ছ’টি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। ধারবাহিক ভাবে সেখানে শবদাহের চাপ বাড়ায় নতুন চুল্লি তৈরির পরিকল্পনা অনেক আগেই গ্রহণ করেছিলেন পুর কর্তৃপক্ষ।

Advertisement
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০২:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

শবদাহের চাপ বাড়ছে। তাই কেওড়াতলায় নতুন দু’টি চুল্লি তৈরি করবে কলকাতা পুরসভা। কিন্তু মেয়র পদে রদবদলের কারণে সেই কাজে দেরি হচ্ছে বলে কলকাতা পুরসভা সূত্রে তেমনই খবর।

Advertisement

বর্তমানে কেওড়াতলা শ্মশানে ছ’টি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। ধারবাহিক ভাবে সেখানে শবদাহের চাপ বাড়ায় নতুন চুল্লি তৈরির পরিকল্পনা অনেক আগেই গ্রহণ করেছিলেন পুর কর্তৃপক্ষ। সেই মতো চলতি বছরে গো়ড়ায় কাজও শুরু হয়েছে। পুরসভা সূত্রের খবর, তিন মাস আগে হঠাৎই কাজের গতি থমকে যায়। ওই সময় থেকেই মেয়র পদ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। যার প্রভাব পুরসভার দৈনন্দিন কাজকর্মেও পড়েছিল। ফলে বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজ শেষের সময়সীমা ক্রমাগত পিছোতে থাকে।

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, দেড় মাস আগে ওই কাজ শেষ হওয়ার কথা ছিল। এক পদস্থ পুর আধিকারিকের কথায়, ‘‘রাজ্য সরকারের টাকায় দু’টি চুল্লি হচ্ছে। সিভিল কাজের জন্যই প্রায় ৭৮ লক্ষ টাকা খরচ হচ্ছে। এ ছাড়াও খরচ হয়েছে বৈদ্যুতিক কাজে। এ ধরনের কাজ শেষ হতে সময় লাগে। এ ছাড়া দেরির অন্য কোনও কারণ নেই।’’ আট নম্বর বরোর চেয়ারম্যান সন্দীপ বক্সী বলছেন, ‘‘শ্মশানে কাজ চলছে জানি। কী অবস্থা রয়েছে বর্তমানে, তা ঘুরে দেখার পরে বলতে পারব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন