Barrackpore Flyover

সেতুর স্বাস্থ্য ঠিক রাখতে ভারী যান নিয়ন্ত্রণ

ব্যারাকপুরে ১৫ নম্বর রেলগেটের উপরের উড়ালপুলে অতি ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। মঙ্গলবার ওই সেতু পরীক্ষা করেন পূর্ত দফতর, পুলিশ, পুরসভা এবং প্রশাসনের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০১:১৫
Share:

ফাইল চিত্র।

ব্যারাকপুরে ১৫ নম্বর রেলগেটের উপরের উড়ালপুলে অতি ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। মঙ্গলবার ওই সেতু পরীক্ষা করেন পূর্ত দফতর, পুলিশ, পুরসভা এবং প্রশাসনের প্রতিনিধিরা।

Advertisement

প্রসঙ্গত, সেতুর নীচে চিড় ধরেছে বলে কয়েক দিন ধরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছিল। এ দিন সেতু পরীক্ষার পরে সব পক্ষই একমত হন, সেতুর স্বাস্থ্য নিয়ে আপাতত কোনও চিন্তা নেই। তবে সেটিকে সুরক্ষিত রাখতে অতি ভারী যান নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

দিন কয়েক আগে রটে গিয়েছিল, সেতুতে ফাটল ধরেছে। তখনই পূর্ত দফতর জানিয়ে দিয়েছিল, পাঁচ বছর আগে চালু হওয়া এই সেতুতে কোনও ফাটল নেই। তবে বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হওয়ায় পুলিশ-প্রশাসন এবং পুর প্রতিনিধিরা সেতু

Advertisement

পরীক্ষার সিদ্ধান্ত নেন। এ দিন পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিনাকী ভট্টাচার্য মূলত সেতু পরীক্ষার কাজ তদারকি করেন। ছিলেন ব্যারাকপুরের

মহকুমাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) অবধেশ পাঠক-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। যে জায়গায় চিড় ধরেছে বলে বলা হচ্ছিল, সেটি আসলে সেতুর দু’টি অংশ জোড়া দেওয়া জায়গা।

পরিদর্শনের পরে পূর্ত দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, এখনই সেতু নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে সেতুর স্বাস্থ্য ভাল রাখতে অতি ভারী যান নিয়ন্ত্রণ করা

প্রয়োজন। ডিসি (ট্র্যাফিক) বলেন, ‘‘কত টন বা কত চাকার যানবাহন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, আমরা জানতে চেয়েছি। পূর্ত দফতরের তরফে তা জানানো হলেই কাজ শুরু করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement