Coronavirus

চপারের কোপ মেরে গয়না ছিনতাই যাত্রাশিল্পীর

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দমদম পার্কের এক নম্বর ট্যাঙ্ক এলাকার বাসিন্দা শ্যামলীদেবী। বাড়ির কাছের পুকুর পাড়ে রোজ প্রাতর্ভ্রমণ করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৩:৫৪
Share:

প্রতীকী ছবি

লকডাউন পর্বে অপরাধ প্রায় শূন্যে নেমে এসেছে। তারই মধ্যে রবিবার সকালে দমদম পার্কের সুনসান রাস্তায় এক মহিলার হাতে কোপ মেরে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল। চপারের কোপ পড়েছে তাঁর ঘাড়েও। জখম অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শ্যামলী বিশ্বাস নামে পেশায় যাত্রাশিল্পী ওই মহিলাকে। রাতে অবশ্য তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইবাজদের খোঁজ করছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দমদম পার্কের এক নম্বর ট্যাঙ্ক এলাকার বাসিন্দা শ্যামলীদেবী। বাড়ির কাছের পুকুর পাড়ে রোজ প্রাতর্ভ্রমণ করেন তিনি। শ্যামলীদেবীর মেয়ে অরুণিমা জানান, লকডাউনের পর থেকে পাড়ার কয়েক জন ছাড়া ওই রাস্তায় বাইরের কাউকে তাঁদের চোখে পড়েনি। সুনসান রাস্তায় শ্যামলীদেবী প্রতিদিন একাই আধ ঘণ্টা হেঁটে বাড়ি ফিরতেন। অরুণিমার কথায়, ‘‘এ দিন সকাল সাতটা নাগাদ মা যখন পুকুরের পাশ দিয়ে হাঁটছিলেন, সেই সময়ে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক মায়ের সামনে এসে দাঁড়ায়। কিছু বোঝার আগেই বাইকে থাকা দু’জন চপার বার করে গলায় ঠেকিয়ে হার খুলে দিতে বলে।’’ শ্যামলীদেবী রাজি না হওয়ায় সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তিনি চিৎকার করলে দুষ্কৃতীরা তাঁর হাতের সোনার নোয়া ছিনিয়ে নেয়। বাধা দিলে তাঁর হাতে চপারের কোপ মারে ছিনতাইবাজেরা। ঘাড়েও কোপ মেরে পালিয়ে যায় তারা।

ওই অবস্থাতেই বাড়িতে ফোন করেন শ্যামলীদেবী। বাড়ির লোকেরা স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ প্রসাদকে ফোনে ঘটনাটি জানান। তিনিই চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শ্যামলীদেবীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করান। পরে তাঁকে আর জি করে পাঠানোর ব্যবস্থা হয়। মাস দুয়েক আগে বিশ্বজিৎ নিজেও ওই এলাকায় দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন। সে বার তাঁকে লক্ষ্য করে গুলি চলেছিল। শ্যামলীদেবী জানিয়েছেন, ছিনতাইবাজেরা মাস্ক বা হেলমেট পরে ছিল না।

Advertisement

পুলিশের অনুমান, দুষ্কৃতীরা স্থানীয়। ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা নেই। তবে শ্যামলীদেবী জানিয়েছেন, দুষ্কৃতীরা ভিআইপি রোডের দিকে চলে গিয়েছিল। সেই মতো ওই রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: শহরের ফলবাজার সরতে পারে হাওড়ায়

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন