Coronavirus

১৩ টাকা নিয়ে ১৩ দিন সাইকেলে চেপে বাড়িতে

লকডাউনে কাজ হারিয়ে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:২৩
Share:

প্রতীকী ছবি

পকেটে ছিল মাত্র ১৩ টাকা। সম্বল বলতে ওইটুকুই। তা নিয়েই টানা ১৩ দিন ধরে ৬৭২ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিহার থেকে দেগঙ্গায় ফিরলেন পরিযায়ী এক শ্রমিক। রবিবার বিকেলে দেগঙ্গা থানার সামনে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানোর পরে বাড়িতে পৌঁছে দেয়। সেখানেই কোয়রান্টিনে থাকবেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মধ্য চল্লিশের ওই শ্রমিকের নাম সফিকুল মণ্ডল। দেগঙ্গার অম্বিকানগরের মাঝেরপাড়ার বাসিন্দা সফিকুল বিহারে কাজ করতেন। লকডাউনে কাজ হারিয়ে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন সেখানে। এর পরেই একটি সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেন তিনি। রবিবার বাড়ির কাছাকাছি দেগঙ্গা থানার কাছে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। এ দিন সফিকুল বলেন, ‘‘টাকা না থাকায় খুব সমস্যায় ছিলাম। এক চায়ের দোকানি সাইকেলটা দিয়ে সাহায্য করেন। সঙ্গে ছিল ১৩ টাকা। কিন্তু বাড়ির কাছাকাছি এসে আর টানতে পারিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement