তদন্তভার গোয়েন্দা বিভাগকে

চিৎপুরে একটি তোলাবাজির ঘটনা ঘটেছিল মে মাসে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী নির্দেশ দেন, ঘটনাটির তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০১:৫১
Share:

চিৎপুরে একটি তোলাবাজির ঘটনা ঘটেছিল মে মাসে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী নির্দেশ দেন, ঘটনাটির তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পরিবহণ ব্যবসায়ী মহম্মদ আখতারের অভিযোগ ছিল, স্থানীয় দুষ্কৃতী মনোজ শুক্ল, হাফিজুল ও তাদের দলবল তাঁর কাছে ৫ লক্ষ টাকা তোলা চায়। দিতে অস্বীকার করায় তাঁর ঘড়ি, মোবাইল কেড়ে নেওয়া হয়। ওই ব্যবসায়ী ঘটনাটি জানান স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার ও ডিসি (উত্তর)-কে। নিজের টাকায় পুলিশি প্রহরা চান। কিন্তু অভিযোগ, তা-ও দেওয়া হয়নি। এর পরেই সিআইডি তদন্ত চেয়ে মামলা করেন আখতার।

Advertisement

অন্য দিকে, ভবানীপুরের বাসিন্দা সুনন্দা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় পুলিশকে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী মঙ্গলবার জানান, তদন্তের প্রয়োজনে পুলিশ মামলার আবেদনকারী, সুনন্দাদেবীর প্রতিবেশী প্রশান্ত ঘোষের বক্তব্য নথিভুক্ত করবে। অন্য কোনও সাক্ষীর বয়ানও নথিভুক্ত করতে পারবে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement