প্রার্থী নিয়ে বেনজির বিক্ষোভ সিপিএমে, ঘেরাও বুদ্ধদেব ভট্টাচার্য

তৃণমূলের ছোঁয়া এ বার এসে লাগল সিপিএমেও! প্রার্থী পছন্দ না হওয়ায় দলের কর্মী-সমর্থকদের একাংশ নিজেদের এলাকায় সিপিএমের কার্যালয়ে তালা ঝোলালেন। তার পরে আলিমুদ্দিন অভিযান চালালেন। বিক্ষোভে আটকে পড়তে হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। প্রার্থী নিয়ে বিক্ষোভে এ রাজ্যের বাম রাজনীতিতে এমন ঘটনা প্রায় নজিরবিহীন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১৫:১২
Share:

তৃণমূলের ছোঁয়া এ বার এসে লাগল সিপিএমেও! প্রার্থী পছন্দ না হওয়ায় দলের কর্মী-সমর্থকদের একাংশ নিজেদের এলাকায় সিপিএমের কার্যালয়ে তালা ঝোলালেন। তার পরে আলিমুদ্দিন অভিযান চালালেন। বিক্ষোভে আটকে পড়তে হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। প্রার্থী নিয়ে বিক্ষোভে এ রাজ্যের বাম রাজনীতিতে এমন ঘটনা প্রায় নজিরবিহীন!

Advertisement

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া কেন্দ্রটি এ বার সিপিএম ছেড়ে দিয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-কে। সেই সঙ্গেই তাদের দেওয়া হয়েছে কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রও। সিপিএম রাজ্য নেতৃত্বের যুক্তি, হিন্দিভাষী ও বিহারের মানুষ আছেন, এমন এলাকা দেখেই আরজেডি-কে সেখানে লড়তে দেওয়া হয়েছে। কিন্তু ভাটপাড়ার স্থানীয় সিপিএমের একাংশ এমন সিদ্ধান্ত মানতে নারাজ। তৃণমূলের অর্জুন সিংহের বিরুদ্ধে তাদের পছন্দের প্রার্থী জিতেন্দ্র প্রসাদ। ওই সমর্থকদের একাংশই শুক্রবার সকাল থেকে ধুন্ধুমার বাধিয়েছেন!

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, আরজেডি নেতৃত্বের অনুরোধেই তিনি লালুপ্রসাদের দলের দুই প্রার্থীর নাম জানিয়ে দিচ্ছেন। ভাটপাড়ায় আরজেডি প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছিল নূর মহম্মদের নাম। তার পরেই ক্ষোভ ছ়়ড়ায় ভাটপাড়ায়। সিপিএম সূত্রের খবর, ক্ষুব্ধ সমর্থকদের একাংশ এ দিন সকাল থেকেই এলাকার কয়েকটি দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। ভাটপাড়ার জোনাল সিপিএম নেতা হরিমোহন নাথের বাড়িতে গিয়েও ক্ষোভ উগরে দেন এক দল। আর এক দল পাড়ি দেন আলিমুদ্দিনে! কেন ভাটপাড়ায় সিপিএম নিজেরা প্রার্থী দিল না, এই প্রশ্ন তুলে বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া হয় সিপিএমের রাজ্য দফতরের প্রধান ফটক।

Advertisement

দফতর থেকে বেরোতে গিয়েই বিক্ষোভকারীদের মাঝে প্রায় ঘেরাও হয়ে পড়েন বুদ্ধবাবু। দলীয় দফতরে এমন বিক্ষোভ দেখে ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমেও পড়েন। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দেন, এ সব কী হচ্ছে? এ ভাবে বিক্ষোভ দেখানো দলের সংস্কৃতি নয়! সিপিএমে এমন জিনিস হয় না! বিক্ষোভকারীরা জানান, তাঁরা ভাটপাড়া আসনে সিপিএমেরই প্রার্থী চান। বুদ্ধবাবু তাঁদের বলেন, লিখিত ভাবে বক্তব্য দলকে জানিয়ে দিতে। পরে বিক্ষোভকারীদের কয়েক জনকে আলিমু্দ্দিনের দো’তলায় ডেকে পাঠিয়ে কথা বলেন দলের রাজ্য নেতৃত্ব। হাল্কা চালে দলের এক রাজ্য নেতার মন্তব্য, ‘‘কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে পুরনো কংগ্রেস সংস্কৃতি দেখা যাচ্ছে এ দিকেও চলে আসছে!’’ তবে জেলা সিপিএম সূত্রে বলা হয়েছে, ভাটপাড়া নিয়ে একটা সমস্যা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

বস্তুত, ভাটপাড়ার মতো রাস্তায় নেমে না এলেও উত্তর ২৪ পরগনার আরও কিছু জায়গায় প্রার্থী নিয়ে বাম শিবিরেই অসন্তোষ তৈরি হয়েছে। ভাটপাড়ায় পাঁচ বছর আগের সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যকে এ বার দাঁড় করানো হয়েছে রাজারহাট-গোপালপুর কেন্দ্রে। এক ব্যক্তিকে নানা জায়গায় ঘুরিয়ে-ফিরিয়ে প্রার্থী করা নিয়ে দলের মধ্যে প্রশ্ন আছে। আবার উত্তর দমদমে স্থানীয় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল চক্রবর্তীকে প্রার্থী চেয়েছিল এলাকার সিপিএম। কিন্তু ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। সিপিএম সূত্রের খবর, তন্ময়বাবুকে আদতে দমদম কেন্দ্রের প্রার্থী হিসাবে বাছা হয়েছিল। পরে বিধাননগর কেন্দ্র কংগ্রেসের জন্য ছেড়ে রাখায় সেখানকার সম্ভাব্য প্রার্থী পলাশ দাসকে দমদমে লড়তে পাঠিয়েছেন জেলা সিপিএম নেতৃত্ব। আর তন্ময়বাবুকে সরানো হয়েছে পাশের উত্তর দমদমে। বরানগর, মধ্যমগ্রাম বা হাবড়ার মতো আসনে কেন প্রার্থী ঘোষণা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠছে বাম শিবিরে।

আরও পড়ুন-মরিয়া প্রেম, যৌনপল্লির মেয়ের জন্য বন্ধুকে ছুরি মারলেন ছাত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন