পাম্প ফাটল গার্ডেনরিচে, দক্ষিণে আজ জল-সঙ্কট

কলকাতা পুরসভা সূত্রে বলা হচ্ছে, পাম্প ফেটে যাওয়ায় শোধনের জন্য রাখা জলাধারের জল অনিয়ন্ত্রিত ভাবে পাম্পিং স্টেশনে ঢুকে পড়ে। উল্টো পথে ঢোকে পরিস্রুত জলও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০২:৪৮
Share:

ডুবেছে গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের ১ নম্বর ফেজ। ফাইল চিত্র।

পাম্প ফেটে বড় মাপের বিপর্যয়ের মুখে গার্ডেনরিচ পাম্পিং স্টেশন। শনিবার রাত সওয়া আটটা নাগাদ পাম্পিং স্টেশনের এক নম্বর ফেজের একটি পাম্পে বিস্ফোরণ ঘটে। অল্প ক্ষণের মধ্যেই প্রায় ২০ ফুট জলের তলায় চলে যায় ওই পাম্পিং স্টেশনটি। এই ঘটনার জেরে আজ রবিবার বজবজ, গার্ডেনরিচ, বেহালা, পূজালি এলাকায় জল সরবরাহ ব্যাহত হবে। প্রভাব পড়তে পারে ভবানীপুর, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে।

Advertisement

কলকাতা পুরসভা সূত্রে বলা হচ্ছে, পাম্প ফেটে যাওয়ায় শোধনের জন্য রাখা জলাধারের জল অনিয়ন্ত্রিত ভাবে পাম্পিং স্টেশনে ঢুকে পড়ে। উল্টো পথে ঢোকে পরিস্রুত জলও। একটা সময় প্রায় ৪০ ফুট জলের তলায় চলে যায় স্টেশনটি। ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুর কমিশনার খলিল আহমেদ-সহ পুর ইঞ্জিনিয়াররা। জরুরি ভিত্তিতে ২০টি পাম্প বসিয়ে শুরু হয় জল সরানোর কাজ। ডুবুরি নামিয়ে প্রাথমিক ভাবে জলাধারের জল ঢোকা আটকানো গেলেও রাত পর্যন্ত পরিস্রুত জল ঢোকা আটকানো যায়নি।

মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘জলাধারের ভার পুরসভার হাতে আসার পরে এত বড় বিপর্যয় হয়নি। পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পুরকর্মীরা।’’ পুরসভা সূত্রে বলা হচ্ছে, পাম্পিং স্টেশনের বাকি পাম্পগুলি বন্ধ করা গেলে অবস্থা দ্রুত সামাল দেওয়া যেত। কিন্তু তাতে অনেক বেশি এলাকায় জলসঙ্কট দেখা দিত। তবে এখন যা পরিস্থিতি তাতে আজ রবিবার দক্ষিণ কলকাতার বড় অংশের মানুষই জলকষ্টে ভুগবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন