Police Investigation

নজরে পাওনাদারেরা

শনিবার বিকেল পর্যন্ত মৃত দু’জনের পরিবারের কোনও সদস্য পুলিশের কাছে অভিযোগ দায়ের না করলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ০৭:২৬
Share:

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের নজরে পাওনাদারেরা। —প্রতীকী চিত্র।

একই পরিবারের দুই সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া সুইসাইড নোটে নাম রয়েছে একাধিক পাওনাদারের। এমনকি, তাঁরা পাওনা আদায়ের জন্য ওই দু’জনকে চাপ দিচ্ছিলেন বলে সূত্রের খবর। শনিবার বিকেল পর্যন্ত মৃত দু’জনের পরিবারের কোনও সদস্য পুলিশের কাছে অভিযোগ দায়ের না করলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। লালবাজার জানিয়েছে, কাকা-ভাইপোর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুইসাইড নোটে নাম থাকা পাওনাদারদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা হয়েছে। এ দিকে এ দিন দেহের ময়না তদন্ত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার পটলডাঙা স্ট্রিটের বাড়ি থেকে মৃণাল বসু ওরফে পলাশ (৭৫) এবং নীলাঞ্জন বসু ওরফে বাবুর (৫০) দেহ উদ্ধার হয়। সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো। তাঁরা ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। ওই দিন কয়েক জন পাওনাদার এসে ডাকাডাকি করলেও সাড়া পাননি। খবর পেয়ে পুলিশ পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে অনুমান, বিষ খাওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তা থেকেই জানা যায়, তাঁদের বাজারে দেনা হয়ে গিয়েছিল। পাওনাদারেরা তাগাদাও দিচ্ছিলেন বলে অভিযোগ। তাঁদেরই কয়েক জনের নাম ওই নোটে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন