Viral Video

জন্মদিনের আয়োজনে প্রেমিক, অন্য পুরুষকে প্রথম কেক দিলেন প্রেমিকা, রেগে ভাঙচুর তরুণের, ভাইরাল ভিডিয়ো

এক তরুণীর জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে। চারদিকে বেলুন দিয়ে সাজানো। কিন্তু তরুণীর প্রেমিক রেগে গিয়ে বেলুনগুলি ফাটিয়ে দিচ্ছেন, সব কিছু ভেঙে ফেলছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৭:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কেক কিনে আনা থেকে বেলুন দিয়ে ঘর সাজানো— প্রেমিকার জন্মদিন উপলক্ষে একা হাতে সমস্ত আয়োজন করেছিলেন প্রেমিক। কিন্তু জন্মদিনের কেক কাটার পর প্রথম টুকরোটি প্রেমিককে না খাইয়ে তা দিলেন অন্য পুরুষের মুখে। তা দেখেই চটে গেলেন তরুণ। রেগে গিয়ে ভাঙচুর করতে শুরু করলেন তিনি। প্রেমিকা তাঁকে শান্ত করতে গেলেও কোনও লাভ হল না। প্রেমিকার সঙ্গে ঝগড়া জুড়ে বসলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীর জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে। চারদিকে বেলুন দিয়ে সাজানো। কিন্তু তরুণীর প্রেমিক রেগে গিয়ে বেলুনগুলি ফাটিয়ে দিচ্ছেন, সব কিছু ভেঙে ফেলছেন তিনি। প্রেমিককে শান্ত করার চেষ্টা করছেন তরুণী। কিন্তু তরুণ তখন রেগে আগুন। তরুণের দাবি, তিনি প্রেমিকার জন্মদিনের জন্য সমস্ত আয়োজন করেছিলেন। কেক কেনা থেকে শুরু করে বেলুন দিয়ে সমস্তটা সাজিয়েওছেন। কিন্তু তরুণী তাঁর চেষ্টার কোনও মূল্য দেননি।

জন্মদিনের কেক কাটার পর তরুণী তাঁর প্রেমিককে কেকের প্রথম টুকরো খাইয়ে দেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণীর প্রিয় বন্ধু। তাঁর গালে কেক মাখানোর পর তাঁকে কেক খাইয়েও দিয়েছেন তরুণী। তা দেখেই রেগে গিয়ে সব ভাঙচুর করতে শুরু করে দিয়েছেন তরুণ। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে তরুণের আচরণ দেখে সমালোচনা করতে শুরু করেছেন নেটপাড়ার অধিকাংশ।

Advertisement

এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ যে তাঁর প্রেমিকাকে ভরসা করেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রেমিকাকে নিয়ে তিনি ভীষণ নিরাপত্তাহীনতায় ভোগেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণের মনখারাপ হওয়া স্বাভাবিক। ভালবেসে এত আয়োজন করেছিলেন তিনি। তিনি হয়তো মনে মনে আশা করেছিলেন যে, তাঁকেই প্রেমিকা প্রথম কেকটি খাওয়াবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement