জোড়া মিছিল, সমাবেশে আবার আটকাল পথ

এ দিন বিজেপির অভিনন্দন-যাত্রা উপলক্ষে বেলা সাড়ে ১১টা নাগাদ কয়েক হাজার লোকের জমায়েত হয় ওয়েলিংটন স্কোয়ারের সামনে। ওই মোড়ের চার দিকের রাস্তায় পুলিশ গার্ডরেল বসিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৩:০১
Share:

আটকে: এনআরসি-র সমর্থনে ডাকা বিজেপির মিছিলের জেরে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে যানবাহন। সোমবার, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। ছবি: বিশ্বনাথ বণিক

এক দিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে নয়া নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন-যাত্রা। অন্য দিকে, ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ওই আইনেরই বিরোধিতায় এসএফআই-এর ছাত্র সমাবেশ। সোমবার এই দুই কর্মসূচির জেরে শহরের বেশ কিছু রাস্তায় দফায় দফায় গাড়ির গতি স্তব্ধ হল। অসুবিধায় পড়লেন সাধারণ মানুষ। যদিও পুলিশের দাবি, যখন যে এলাকা দিয়ে মিছিল গিয়েছে, তখন সেখানে সেই মতো করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে যানজট সে ভাবে হয়নি।

Advertisement

এ দিন বিজেপির অভিনন্দন-যাত্রা উপলক্ষে বেলা সাড়ে ১১টা নাগাদ কয়েক হাজার লোকের জমায়েত হয় ওয়েলিংটন স্কোয়ারের সামনে। ওই মোড়ের চার দিকের রাস্তায় পুলিশ গার্ডরেল বসিয়ে দেয়। ফলে গণেশচন্দ্র অ্যাভিনিউ, বৌবাজার কিংবা ক্রিক রো-র দিকের রাস্তায় গাড়ি চলাচল কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বাস অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। যার জেরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে গাড়ির চাপ বাড়তে থাকে।

বিজেপির মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে সোজা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে যায়। মিছিল শুরু হওয়ার কথা ছিল দুপুর একটায়। কিন্তু তা শুরু হয় দুটো নাগাদ। বড় মিছিল শুরুর আগে অবশ্য বিভিন্ন দিক থেকে বিজেপির ছোট ছোট মিছিল আসতে থাকে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে। যার জেরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে যানজট হয়। সেই জট ছড়িয়ে পড়ে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের দিকেও। পুলিশ অবশ্য গাড়ি পুরোপুরি বন্ধ না রেখে কিছু সংখ্যক গাড়িকে দফায় দফায় ছাড়ছিল। হাওড়ার কদমতলা থেকে রোগী নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স। যানজট ও মিছিলে আটকে পড়ে সেটি। চালক জানান, নবান্ন থেকে চাঁদনি চক পর্যন্ত আসতেই ৪৫ মিনিট সময় লেগে গিয়েছে। একই অভিযোগ সাধারণ যাত্রীদেরও।

Advertisement

মিছিল এগোনোর সঙ্গে সঙ্গে পুলিশ সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে চার মাথার মোড় থেকে চাঁদনি চকের দিকের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। বৌবাজার মোড় থেকে ধর্মতলার দিকের পথেও বন্ধ করে দেওয়া হয় গাড়ি। সেগুলি তখন লালবাজার ঘুরে ধর্মতলা যায়।

দুপুর দুটোর পরে মিছিল শুরু হতেই শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন মোড়ে পর্যায়ক্রমে যান চলাচল বন্ধ করে অন্য পথে বাস ঘুরিয়ে দেওয়া হয়। যার জেরে দুর্ভোগে পড়েন বহু মানুষ। সমস্যায় পড়ে স্কুলফেরত পড়ুয়ারা।

ধর্মতলা থেকে কাশীপুরের দিকে যাচ্ছিলেন তন্ময় সাহা। তিনি জানান, লাগাতার কয়েক দিন ধরে মিছিল চলায় প্রতিদিনই এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ দিন চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে শ্যামবাজারের মধ্যে প্রতিটি মোড়ে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছিল। ছিলেন ট্র্যাফিক পুলিশকর্মীরাও।

অন্য দিকে, এসএফআই-এর ছাত্র সমাবেশে যোগ দিতে ছোট ছোট মিছিল আসে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে। মিছিল যে সময়ে যে রাস্তা দিয়ে গিয়েছে, সেখানে বিক্ষিপ্ত ভাবে কিছু ক্ষণের জন্য যানজট হয়েছে। হাওড়া থেকে মিছিল আসার সময়ে ব্রেবোর্ন রোড এবং শিয়ালদহ থেকে মিছিল আসার সময়ে এসএন ব্যানার্জি রোডে কিছু ক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন