এখনও কাটেনি সঙ্কট

এখনও সঙ্কট কাটেনি তেলের রিজার্ভারে পড়ে জখম রাহুল সাউয়ের। বুধবার সকালে গড়িয়ার কাছে ব্রহ্মপুরের সতীন্দ্রপল্লিতে সর্ষের তেলের একটি কারখানার রিজার্ভারে পড়ে জখম হয়েছিলেন তিনি। বছর আঠেরোর রাহুল এখন বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ২৩:৪৮
Share:

এখনও সঙ্কট কাটেনি তেলের রিজার্ভারে পড়ে জখম রাহুল সাউয়ের। বুধবার সকালে গড়িয়ার কাছে ব্রহ্মপুরের সতীন্দ্রপল্লিতে সর্ষের তেলের একটি কারখানার রিজার্ভারে পড়ে জখম হয়েছিলেন তিনি। বছর আঠেরোর রাহুল এখন বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বৃহস্পতিবার ওই হাসপাতালের কর্তৃপক্ষ জানান, এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক। সঞ্জয়ের ফুসফুস এবং শ্বাসনালীতে তেল জমে রয়েছে। চিকিৎসকেরা জানান, ওই জমা তেল অন্য কোনও উপায়ে বের করা যাবে না। স্বাভাবিকভাবে শরীর থেকে তেল সরার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে পেশায় ফুচকা বিক্রেতা রাহুল তেল কিনতে গিয়েছিলেন ওই কারখানায়। সেই সময়ে
কোনও ভাবে তিনি তেলের রিজার্ভারে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে রিজার্ভারে পড়ে যান কারখানার মালিক সঞ্জীব দাসও। রাহুলকে বাঁচানো গেলেও, সঞ্জীবকে বাঁচাতে পারেননি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement