Dead Body Recovered

নিউ টাউনে বাসের নীচে যুবকের রক্তাক্ত দেহ

স্থানীয় সূত্রের খবর, এ দিন ভোরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় একটি বাসের নীচে পড়ে থাকতে দেখেন নির্মাণ শ্রমিকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪২
Share:

—প্রতীকী চিত্র।

নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকার ১১ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য তৈরি হয়েছে। ঘটনাটি সোমবার ভোরের। তবে, রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, এ দিন ভোরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় একটি বাসের নীচে পড়ে থাকতে দেখেন নির্মাণ শ্রমিকেরা। ঘটনাটি চোখে পড়ে প্রাতর্ভ্রমণকারীদেরও। যুবকের পরনে ছিল নীল হাফ প্যান্ট এবং টি-শার্ট। কোনও পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে, না কি এর পিছনে অন্য কারণ রয়েছে, তা জানতে ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছে নির্মাণ শ্রমিকদের থাকার জায়গা। তাঁদের একাংশ জানান, রবিবার রাতে সেখান থেকে কয়েকটি মোবাইল চুরি যায়। ঘটনাচক্রে, সকালে ওই যুবকের দেহ মেলে। দু’টি ঘটনায় যোগ আছে কিনা, তা দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন