সাফ হল না পোড়া বাজার

নিউ টাউনের সাপুরজি বাজারে বিধ্বংসী আগুন লেগেছিল বুধবার রাতে। আচমকা সেই ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি ব্যবসায়ীরা। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চার দিকে ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া সামগ্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০২
Share:

সাপুরজি বাজারে বিধ্বংসী আগুন লেগেছিল বুধবার রাতে।—ফাইল চিত্র।

নিউ টাউনের সাপুরজি বাজারে বিধ্বংসী আগুন লেগেছিল বুধবার রাতে। আচমকা সেই ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি ব্যবসায়ীরা। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চার দিকে ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া সামগ্রী। সেগুলি যে যাঁর মতো সাফ করার চেষ্টা করছেন। তবে সামগ্রিক ভাবে বাজার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়নি। আগুনে মৃত্যু হয়েছিল এক দোকানদার ইনসান আলি মোল্লার। তাঁর স্মরণে এ দিন কিছু দোকান বন্ধ ছিল। বিকেলের পরে অবশ্য সেগুলি খোলে।

Advertisement

নিউ টাউন-কলকাতা ডেভেলেপমেন্ট অথরিটি (এনকেডিএ) সূত্রের খবর, দোকানদারদের পুনর্বাসনের জন্য ওই অস্থায়ী বাজারের উত্তর দিকে একটি স্থায়ী বাজার তৈরির কাজ চলছে। তবে তা শেষ হতে মাসখানেক সময় লাগবে।

বুধবারের ওই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল প্রায় ৪০টি দোকান। এক দোকানদার সাগর মণ্ডল শুক্রবার জানান, এখনও সে ভাবে বাজার সাফাই শুরু হয়নি। বাজারের পুনর্গঠন হবে কি না, তা নিয়েও আলোচনা হয়নি। কেউ কেউ ফের দোকান তৈরির জন্য বাঁশ কিনে আনছেন ঠিকই। তবে দোকানদারদের একাংশের দাবি, প্রশাসনের তরফে শুধু তদন্তের জন্যই বাজার পরিদর্শন করা হচ্ছে।

Advertisement

এনকেডিএ-র এক শীর্ষ কর্তা জানান, আগুনের কারণ খতিয়ে দেখতে চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটি দল তৈরি করা হয়েছে। তারা ১০ দিনের মধ্যে রিপোর্ট দেবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement