ডেঙ্গির লার্ভা বেশি অভিজাত এলাকাতেই

বস্তি এলাকা কিংবা নিম্ন মধ্যবিত্ত এলাকায় নয়, ডেঙ্গি বাহক মশার লার্ভা বেশি মিলছে অভিজাত এলাকায় এবং অভিজাত স্কুলগুলিতেই। দেড় মাস ধরে কলকাতার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে এমনই অভিজ্ঞতা হয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০১:১৬
Share:

বস্তি এলাকা কিংবা নিম্ন মধ্যবিত্ত এলাকায় নয়, ডেঙ্গি বাহক মশার লার্ভা বেশি মিলছে অভিজাত এলাকায় এবং অভিজাত স্কুলগুলিতেই। দেড় মাস ধরে কলকাতার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে এমনই অভিজ্ঞতা হয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ শুক্রবার বলেন, ‘‘সমাজের যে স্তরের মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি সচেতনতা আশা করা হয়, আমরা তাঁদের বাড়িতেই সব থেকে বেশি এডিস ইজিপ্টাই মশার লার্ভা পাচ্ছি। এটাই সবচেয়ে বড় সমস্যা।’’ পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বস্তি এলাকায় বাড়ির মধ্যে ঢুকে বিভিন্ন পাত্রে মশার লার্ভা খোঁজার অনুমতি খুব সহজে পেলেও, অভিজাত এলাকায় সেই অনুমতি মেলে না বলেও আক্ষেপ মেয়র পারিষদের। অতীনবাবু বলেন, সর্বস্তরের মানুষের সাহায্য ছাড়া শহরে মশার বংশবিস্তার কমানো যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না ডেঙ্গিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement