Jadeep Dhankhar

Dhankhar on Rampurhat Incident: রামপুরহাটের ঘটনার যাবতীয় তথ্য চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

রাজ্যপালের এই টুইটের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, ‘রাজ্যপালের টুইট অনভিপ্রেত। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১৬:০১
Share:

ফাইল ছবি

রামপুরহাটের ঘটনা নিয়ে মুখ্যসচিবের কাছে যাবতীয় তথ্য চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে একটি টুইট করেন।

টুইটে রাজ্যপাল লেখেন, ‘রামপুরহাটের ঘটনা দেখিয়ে দেয় রাজ্যে আইনের সংস্কৃতি নেই। ইতিমধ্যেই আটজনের মৃত্যু হয়েছে। আমি এই ঘটনার যাবতীয় তথ্য মুখ্যসচিবের কাছে তলব করেছি। শোকগ্রস্ত পরিবারকে আমার সমবেদনা।’

Advertisement

সোমবার বোমা হামলায় স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। এর পরই উতপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। রাতেই গ্রামের ১০টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় দমকল ১০ জনের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করলেও পুলিশের দাবি মৃত্যু হয়েছে আট জনের।

রাজ্যপালের এই টুইটের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, ‘রাজ্যপালের টুইট অনভিপ্রেত। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি দুঃখজনক ঘটনা নিয়ে উনি রাজনীতি করছেন। বিজেপি নেতার ভূমিকা নিচ্ছেন। রাজ্যপাল আগে উত্তরপ্রদেশ, গুজরাট-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী চলছে বলুন।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন