ভাঙল জীর্ণ বাড়ির কার্নিস

গড়িয়াহাটের পরে বেলেঘাটা। ফের ভাঙল জীর্ণ বাড়ির কার্নিস। বৃহস্পতিবার বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে এই দোতলা বাড়িটির কার্নিসের একাংশ ভেঙে পড়ে।

Advertisement
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০১:৩১
Share:

গড়িয়াহাটের পরে বেলেঘাটা। ফের ভাঙল জীর্ণ বাড়ির কার্নিস। বৃহস্পতিবার বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে এই দোতলা বাড়িটির কার্নিসের একাংশ ভেঙে পড়ে। তার ধাক্কায় ভাঙে একতলার ঝুলবারান্দাও। সেখান দিয়েই বেরোনোর রাস্তা থাকায় আটকে পড়েন বাসিন্দারা। দমকল এসে তাঁদের উদ্ধার করে। ওই বাড়িতে চারটি পরিবার থাকত। তার মধ্যে তমাল দাস নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার বহু দিন থাকেন না। তমালবাবুর অংশটিই এ দিন ভেঙে পড়ে। প্রসঙ্গত, সোমবার গড়িয়াহাটের একটি চারতলা বাড়ির সব ক’টি বারান্দা এ ভাবেই ধসে মৃত্যু হয়েছিল এক জনের। ছবিটি তুলেছেন স্বাতী চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement