সকালে শুরু এ বারের ডোভার লেন

পনেরো বছর পরে ফের ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সূচনা হচ্ছে সকালে। এর আগে সুবর্ণজয়ন্তী বর্ষে সকালে সম্মেলন শুরু হয়েছিল ভজনের অনুষ্ঠানে।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০১:৩৮
Share:

পনেরো বছর পরে ফের ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সূচনা হচ্ছে সকালে। এর আগে সুবর্ণজয়ন্তী বর্ষে সকালে সম্মেলন শুরু হয়েছিল ভজনের অনুষ্ঠানে। এ বার ৬৫তম বর্ষে সূচনা হবে শাস্ত্রীয় সঙ্গীতে। আগামী ২২ জানুয়ারি যশরাজের গানে সম্মেলনের সূচনার পরে শেষ দিন, ২৫ জানুয়ারি শেষ অনুষ্ঠান আমজাদ আলি খানের সরোদবাদন।

Advertisement

পঞ্চাশতম বর্ষের মতো এ বারও প্রথম দিনের অনুষ্ঠান সকাল ও রাতে দু’টি পর্বে ভাগ করা হয়েছে। ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সাধারণ সম্পাদক বাপ্পা সেন বলেন, ‘‘আগের বার শুধুমাত্র ভজনের অনুষ্ঠান হয়েছিল সকালে। এ বার পুরোদস্তুর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে। শ্রোতাদের দীর্ঘ দিনের অনুরোধেই এ বার সকালে অনুষ্ঠান হচ্ছে। ভাল সাড়া পেলে আগামী দিনেও সকালে অনুষ্ঠান নিয়ে ভাবনাচিন্তা করা হবে।’’ উদ্যোক্তারা জানান, এ বারের অন্য বিশিষ্ট শিল্পীদের মধ্যে রয়েছেন অজয় চক্রবর্তী, আমান আলি খান, আয়ান আলি খান, রাশিদ খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement