Coronavirus

দেহ নিয়ে যাওয়ায় ‘হেনস্থা’ চালককে

স্থানীয় এক যুবকের গাড়িতে করে দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:৪১
Share:

প্রতীকী ছবি

কখনও চিকিৎসক-নার্স, কখনও স্বাস্থ্যকর্মী, কখনও আবার চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত কেউ। করোনা আবহে নানা অভিযোগ তুলে হেনস্থা করার ঘটনা যেন আর থামছেই না। সেই তালিকায় এ বার যুক্ত হলেন এক গাড়িচালক। পুলিশের নির্দেশে গাড়িতে একটি দেহ নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তার পরেই তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে। শেষে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ঢোকেন ওই ব্যক্তি। এখন তিনি গৃহ-পর্যবেক্ষণে রয়েছেন।

Advertisement

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার শিবালয় এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন দত্তপুকুরের নাটাপোল থেকে তারকনাথ হালদার (৫১) নামে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়। পরে স্থানীয় এক যুবকের গাড়িতে করে দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায় পুলিশ। এই খবর পৌঁছে যায় ওই যুবকের পাড়ায়। অভিযোগ, ফেরার পরে তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেন স্থানীয়েরা। পুলিশ গিয়ে ওই যুবককে বাড়ি ঢোকানোর ব্যবস্থা করে। বারাসতের জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, দেহটি ওখানে কী ভাবে এল তদন্ত করে দেখা হচ্ছে। ওই চালককে যেন হেনস্থা করা না-হয়, তার ব্যবস্থাও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement