KMC water Project

মুর্শিদাবাদে গোলমালের ঘটনার জের! কলকাতা পুরসভার পানীয় জলপ্রকল্প সম্প্রসারণের কাজে ধাক্কা লেগেছে শ্রমিক সঙ্কটের

ধাপা জলপ্রকল্পে বর্তমানে প্রতি দিন ৩০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদিত হয়। ১৩২ কোটি টাকা ব্যয়ে প্রতি দিন আরও ২০ মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন ইউনিটের উদ্বোধন হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৯
Share:

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

মুর্শিদাবাদে অশান্তি এবং গোলমালের ঘটনার জেরে কলকাতা পুরসভার ধাপা জলপ্রকল্পের সম্প্রসারণ কাজে বড়সড় ধাক্কা লেগেছে। বৃহস্পতিবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধাপায় কলকাতা পুরসভার ‘জয় হিন্দ জলপ্রকল্প’-এর সম্প্রসারণের কাজ দেখতে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই তিনি ওই প্রকল্পে শ্রমিক সমস্যার কথা জানতে পারেন। প্রকল্পের আধিকারিক এবং ঠিকাদারেরা মেয়রকে জানান, মুর্শিদাবাদের অশান্তির কারণে শ্রমিক আসা বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অন্য রাজ্য বা রাজ্যের অন্য এলাকা থেকে শ্রমিক এনে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মেয়র। কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, মুর্শিদাবাদে অশান্তির কারণে মালদহ এবং মুর্শিদাবাদ জেলা থেকে শ্রমিকেরা আর আসছেন না। অনেকেরই ইদ উৎসব পালন করে ফিরে আসার কথা ছিল। কিন্তু তার পরেই অশান্তি বাধে। সেই কারণে এখনই পরিজনদের ছেড়ে তাঁরা কলকাতায় ফিরে আসতে পারছেন না। এর ফলে ধাপা ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর সম্প্রসারণের কাজ যথাযথ গতিতে এগোচ্ছে না। যদিও ওই প্রকল্পের কাজ আগামী বছরের শুরুতেই শেষ করে সেটি বিধানসভা নির্বাচনের আগে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন পুর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ধাপা জলপ্রকল্পে বর্তমানে প্রতি দিন ৩০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদিত হয়। ১৩২ কোটি টাকা ব্যয়ে প্রতি দিন আরও ২০ মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন ইউনিটের উদ্বোধন হওয়ার কথা। ওই সম্প্রসারণের ফলে বাইপাস সংলগ্ন বহু ওয়ার্ডে পানীয় জলের জোগান আরও বেশি পরিমাণে করা সম্ভব হবে। বাইপাস লাগোয়া ১০৭,১০৮, ১০৯,১১০ এবং ১১১ নম্বর ওয়ার্ডে পানীয় জলের যোগান বাড়ানো সম্ভব হবে। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ২০২৬ সালের প্রথম দিকে ওই প্রকল্পের উদ্বোধন করার পক্ষপাতী মেয়র। কিন্তু আচমকা এই সমস্যার মুখে পড়ে প্রকল্প সম্প্রসারণের কাজ থমকে গিয়েছে।

Advertisement

ওই জলপ্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকদের এক জন জানান, ওই দিন মেয়র প্রকল্পের কাজ দেখতে এসে বুঝতে পারেন, বেশ কিছু জায়গায় কাজ বন্ধ হয়ে রয়েছে। কারণ জানতে চাওয়া হলে মেয়রের কাছে ‘বাস্তব পরিস্থিতি’ ব্যাখ্যা করা হয়েছে।

এ বিষয়ে কলকাতা পুরসভার জলবিভাগের আধিকারিকেরা মুখ খুলতে নারাজ। তবে বিকল্প শ্রমিকের বন্দোবস্ত করে জলপ্রকল্প সম্প্রসারণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার দিকে নজর দিয়েছেন তাঁরা। ২০১৫ সালের পুরসভা নির্বাচনের আগে ওই প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েক বছরে এই প্রকল্প সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব করেছে কলকাতা পুরসভা। সেই বিষয়ে আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের কাছে। আর্থিক অনুমোদন পাওয়ার পর গত বছর থেকে প্রকল্প সম্প্রসারণের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এত দিন কাজ ঠিকঠাক ভাবে চললেও মুর্শিদাবাদের ঘটনা জলপ্রকল্প সম্প্রসারণের গতি অনেকটাই কমিয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement