Calcutta Gallery

উমার বিদায়, কল্লোলিনী কলকাতার মন ছুঁয়ে নিল পুজো কার্নিভাল

উমার বিদায়ের শেষ লগ্নে মেতে উঠল কল্লোলিনী তিলোত্তমা। বিষাদের আবহ থাকলেও তা ছাপিয়ে বর্ণ-বৈচিত্রে-আবেগে ভেসে গেলেন মহানগরীর মানুষজন। মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত পুজো কার্নিভালে যোগ দিয়েছিল শহরের ৭৫টি পুজো কমিটি। গ্যালারির পাতায় দেখে নিন তারই কয়েক ঝলক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ২২:৩২
Share:
০১ ০৯

উমার বিদায়ের শেষ লগ্নে মেতে উঠল কল্লোলিনী তিলোত্তমা। বিষাদের আবহ থাকলেও তা ছাপিয়ে বর্ণ-বৈচিত্রে-আবেগে ভেসে গেলেন মহানগরীর মানুষজন। মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত পুজো কার্নিভালে যোগ দিয়েছিল শহরের ৭৫টি পুজো কমিটি। গ্যালারির পাতায় দেখে নিন তারই কয়েক ঝলক।

০২ ০৯

কার্নিভালের শুরুতেই রেড রোডে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
০৩ ০৯

উৎসাহীদের ভিড়ের মাঝে শোভাযাত্রায় সার বেঁধে অংশ নিল শহরের নামজাদা পুজো কমিটিগুলি।

০৪ ০৯

শহরবাসীর পাশাপাশি পুজো কার্নিভালের আমেজে মাতলেন বিদেশিরাও।

০৫ ০৯

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কার্নিভালের আনন্দ উপভোগ করলেন শহরের বহু বিশিষ্টজন।

০৬ ০৯

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই সুসজ্জিত শোভাযাত্রায় মন ছুঁয়ে গেল শহরবাসীর। সন্ধ্যা নামলেও তার আমেজ ফুরিয়ে এল না।

০৭ ০৯

শহরের উৎসাহীদের সঙ্গে তাল মিলিয়ে শোভাযাত্রার স্মৃতি ধরে রাখলেন বিদেশি পর্যটকেরাও।

০৮ ০৯

শোভাযাত্রায় বিদেশি নৃত্যশিল্পীদের নাচে মুখর হয়ে উঠল কার্নিভাল।

০৯ ০৯

সন্ধ্যার নিভু নিভু আলোয় চলতি বছরের কার্নিভালের শোভাযাত্রার স্মৃতি অমলিন হয়ে রইল উৎসাহীদের মনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement