Education System

স্কুলের বাইরেও পড়া থেকে পরীক্ষা, অ্যাপ আনছে শিক্ষা দফতর

অ্যাপ তৈরি করতে শিক্ষা দফতরকে সাহায্য করেছে এসসিইআরটি (স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)। ওই দফতরের এক কর্তা বলেন, “এটা ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি একটা সমান্তরাল পড়াশোনা।’’

আর্যভট্ট খান

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫
Share:

—প্রতীকী চিত্র।

শুধু শ্রেণিকক্ষ-নির্ভর পড়া নয়, এ বার ক্লাসের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অ্যাপের সাহায্যেও পড়তে পারবে পড়ুয়ারা। আর এই পড়াশোনা শুধু শিক্ষকদের ক্লাস নেওয়ার ভিডিয়োয় সীমাবদ্ধ থাকবে না। পরীক্ষা দেওয়া, নতুন তথ্য জানা, শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করা এবং শিক্ষকদের থেকে নতুন হোমওয়ার্কও নিতে পারবে পড়ুয়ারা।

রাজ্য শিক্ষা দফতরের কর্তারা জানান, এর জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই বিশেষ ধরনের অ্যাপের মাধ্যমে ঘরে বসে পড়াশোনা থেকে পরীক্ষা দেওয়া, সবই সম্ভব। কী ভাবে এই অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা পড়বে, শিক্ষকেরা কী ভাবে ভিডিয়ো আপলোড করবেন, কী ভাবে তাদের পরীক্ষা নেবেন, তারই প্রশিক্ষণ সম্প্রতি হয়ে গেল ভুবনেশ্বরে। প্রাথমিক পর্যায়ে ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা এর প্রশিক্ষণ নিয়েছেন।

ভুবনেশ্বরে প্রশিক্ষণ নেওয়া, জীবনবিজ্ঞানের সহকারী শিক্ষিকা সুমেধা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণির পাঠ্যসূচির ভিডিয়ো, অডিয়ো, টেক্সট, পাওয়ারপয়েন্ট প্রেজ়েন্টেশন করতে পারবে। এই সুবিধা পেতে পড়ুয়াদের দরকার মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবলেটের মতো কোনও একটি গ্যাজেট এবং ইন্টারনেট সংযোগ।’’ সুমেধা জানান, তাঁদের এই প্রশিক্ষণ হয় অধ্যাপক রমাকান্ত মহালিকের তত্ত্বাবধানে।

সুমেধা জানান, অনেক সময়ে স্কুলে শিক্ষকের কাছে কোনও কিছু বোঝার পরেও খানিকটা খটকা থেকে যায় পড়ুয়াদের। তারা ক্লাসের পড়ার বাইরে আরও বেশি কিছু জানতে চায়। সে জন্য তাদের অনেককে টিউশন নিতে হয়। পড়ুয়ারা যদি এই অ্যাপের সুবিধা নেয়, তা হলে তারা পড়া থেকে শুরু করে পরীক্ষা দেওয়া, পুরোটাই করতে পারবে। তার আর টিউশন নেওয়ারও প্রয়োজন হবে না। এই ডিজিটাল প্ল্যাটফর্ম কোনও একটি স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়। উত্তরবঙ্গের কোনও এক জন পড়ুয়া বাড়িতে বসে কলকাতার কোনও শিক্ষকের কাছে তার যে সব প্রশ্ন আছে, তা করতে পারবে। স্কুল ছুটি থাকলেও এই অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা পড়তে পারবে। পাঠ্যক্রম শেষ করতে পারবে ঠিক সময়ে। পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিও সেরে ফেলতে পারবে।

এই অ্যাপ তৈরি করতে শিক্ষা দফতরকে সাহায্য করেছে এসসিইআরটি (স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)। ওই দফতরের এক কর্তা বলেন, “এটা ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি একটা সমান্তরাল পড়াশোনা। এর আগে শুধুমাত্র বিভিন্ন ক্লাসের ভিডিয়ো আপলোডের মাধ্যমে পাঠদান হয়েছে। কিন্তু ভিডিয়োর মাধ্যমে পড়াশোনা অনেক সময়ে একমুখী হয়। পড়ুয়াদের কোনও প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর সব সময়ে মেলে না। কিন্তু এই অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা তা-ও পারবে। এখন শুধু ইংরেজি বিষয়ে পড়ুয়ারা এই সুবিধা পাবে। কিছু দিনের মধ্যে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক পড়াশোনারও সুবিধা পাবে তারা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন