জাল নোট ও অস্ত্র-সহ ধৃত ৮

মুঙ্গের ও কালিয়াচকের কয়েক জন কারবারি কলকাতায় অস্ত্র বিক্রি করতে আসছে বলে খবর ছিল। সেই অনুযায়ী শনিবার রাতে নারকেলডাঙা এলাকায় ওত পেতে জাল টাকা-সহ আট জন বেআইনি অস্ত্র কারবারিকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:৫১
Share:

মুঙ্গের ও কালিয়াচকের কয়েক জন কারবারি কলকাতায় অস্ত্র বিক্রি করতে আসছে বলে খবর ছিল। সেই অনুযায়ী শনিবার রাতে নারকেলডাঙা এলাকায় ওত পেতে জাল টাকা-সহ আট জন বেআইনি অস্ত্র কারবারিকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছে তিনটি দেশি সাত এমএম পিস্তল, ১৪টি আধাতৈরি পিস্তল এবং ২১টি কার্তুজ ছাড়াও পাওয়া গিয়েছে ২০টি জাল দু’হাজার টাকার নোট এবং ৪০টি জাল পাঁচশো টাকার নোট।

Advertisement

পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ নিজাম, মহম্মদ নৌশাদ, রোহিত সাহিল, রফিকুল শেখ, রাহুল শেখ, মহম্মদ জিয়াউল শেখ, তাহির শেখ ও জিয়াউদ্দিন মালিক। তারা মুঙ্গের, কালিয়াচক ও সিউড়ির বাসিন্দা। ধৃতদের ২৪ জানুয়ারি পর্যন্ত পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচারের তদন্তে নেমে গোয়েন্দারা জানিয়েছিলেন, মুঙ্গেরের ব্যবসায়ীরা শহরে ঘাঁটি তৈরি করছে। তিলজলার একটি বেআইনি অস্ত্র কারখানায় অভিযান চালানোর পরে একই কথা জানান তাঁরা। তারই সূত্রে এই আট জনকে গ্রেফতার করা হয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement