গাড়ি চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ, আহক বহু পথচারী

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোটরবাইকের আরোহী ছাড়াও জখম হয়েছেন গাড়িতে থাকা এক মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০১:৫৮
Share:

প্রতীকী ছবি।

রাস্তার দু’দিক দিয়ে চলছিল গাড়ি। আচমকাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে যায়। ধাক্কা মারে একটি ডাব বোঝাই ঠেলায়। এর পরেই একটি মোটরবাইকের চালককে ধাক্কা মারে গাড়িটি। তাতেও না থেমে শেষে গাড়িটি সোজা ফুটপাতে থাকা একটি গাছে গিয়ে ধাক্কা মারে। পরে দেখা যায়, স্টিয়ারিংয়ে অচৈতন্য অবস্থায় বসে রয়েছেন গাড়িচালক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে চালিয়ার কাছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোটরবাইকের আরোহী ছাড়াও জখম হয়েছেন গাড়িতে থাকা এক মহিলা। জখম ওই মোটরবাইক আরোহীর নাম ওয়াসিম আলি। তাঁর বাড়ি বাঁশদ্রোণী এলাকার পীরপুকুরে। তিনি একটি অনলাইন ফুড সরবরাহ সংস্থার ডেলিভারি কর্মী। তাঁর দুই পা এবং হাতে আঘাত লেগেছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, ওই গাড়িটির চালক লোকনাথ বসু চলন্ত অবস্থাতেই অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়েন। যার জেরেই ঘটেছে দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময়েই হৃদ্‌রোগে আক্রান্ত হন লোকনাথ। ওই চালকের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, লোকনাথের স্ত্রী সুজাতা বসুও সে সময়ে গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন তিনিও। পুলিশ গাড়িটি আটক করেছে।

Advertisement

মঙ্গলবারই অনুশীলনে নেমে মাঠে লুটিয়ে পড়েছিলেন পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার একুশ বছরের অনিকেত শর্মা। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ওই খেলোয়াড় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের শহরের বুকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘটল দুর্ঘটনা।

পুলিশ জানায়, লোকনাথ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। বাড়ি টালিগঞ্জের জুবিলি রোডে। এ দিন স্ত্রীকে নিয়ে পিকনিকে যাওয়ার সময়ে ঘটে দুর্ঘটনা। পুলিশ জানতে পেরেছে, চালিয়া মোড় পার করার পরেই অসুস্থ বোধ করেন তিনি। এর পরেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন