দুর্ঘটনায় মৃত প্রৌঢ়ের অঙ্গ দান

পরিবারের সিদ্ধান্ত জানার পরে হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেন স্বাস্থ্য দফতরের সঙ্গে। সেখান থেকে সম্মতি আসার পরেই মঙ্গলবার অঙ্গদানের কাজটি সম্পন্ন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৩:১১
Share:

প্রতীকী ছবি।

পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্ত নিল তাঁর পরিবার। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তির নাম রঞ্জন রায় (৫০)। বাড়ি বারুইপুরে। আটা-ময়দা-সুজি প্রস্তুতকারক এক সংস্থায় কাজ করতেন তিনি। কাজের সূত্রে টাকা আনতে গত শনিবার খিদিরপুর গিয়েছিলেন রঞ্জনবাবু। সেখানেই বাস থেকে নামতে গিয়ে পড়ে যান। মাথায় চোট লাগে। পুলিশই রঞ্জনবাবুকে উদ্ধার করে একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সোমবার সন্ধ্যায় হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয়, ‘ব্রেন ডেথ’ হয়েছে ওই ব্যক্তির।

Advertisement

এর পরেই রঞ্জনবাবুর অঙ্গ দানের সিদ্ধান্ত নেয় পরিবার। তাঁর এক আত্মীয় সুজিত কুণ্ডু জানান, রঞ্জনবাবুর স্ত্রী ও ৯ বছরের একটি মেয়ে আছে। হাসপাতাল ব্রেন ডেথ ঘোষণা করার পরে তাঁরা সিদ্ধান্ত নেন, রঞ্জনবাবুর অঙ্গগুলি যাতে অন্য কারও কাজে লাগে, সেই মতো পদক্ষেপ করা হবে। পরিবারের সিদ্ধান্ত জানার পরে হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেন স্বাস্থ্য দফতরের সঙ্গে। সেখান থেকে সম্মতি আসার পরেই মঙ্গলবার অঙ্গদানের কাজটি সম্পন্ন হয়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রঞ্জনবাবুর চোখ, কিডনি, লিভার এবং ত্বক নেওয়া হবে বলে ঠিক হয়। কিডনি এবং ত্বক নিয়েছে এসএসকেএম হাসপাতাল। লিভার গিয়েছে ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। অন্য দিকে, ওই প্রৌঢ়ের চোখ নিয়েছে বাইপাসেরই আর এক হাসপাতাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন