কলকাতা বিশ্ববিদ্যালয়

মেল হ্যাক খোদ রেজিস্ট্রারের

ফের সাইবার ক্রাইমে নাম জড়াল নাইজিরিয়ার। এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায়ের মেল হ্যাক করে আর্থিক সাহায্য চাওয়া হল। সেই সূত্রে তা পৌছে গেল প্রধানমন্ত্রীর দফতরেও!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ০২:৩৮
Share:

ফের সাইবার ক্রাইমে নাম জড়াল নাইজিরিয়ার। এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায়ের মেল হ্যাক করে আর্থিক সাহায্য চাওয়া হল। সেই সূত্রে তা পৌছে গেল প্রধানমন্ত্রীর দফতরেও!

Advertisement

বৃহস্পতিবার দুপুরে নিজের ই-মেল-এর ইনবক্স খুলে চমকে গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখেন তাঁরই অন্য মেল আইডি থেকে তাঁর কাছে আসা মেলে বলা হয়েছে, ‘‘আমি ইউক্রেনে রয়েছি। আমার এক হাজার দু’শো পঞ্চাশ মার্কিন ডলার প্রয়োজন। দয়া করে সাহায্য করুন। আমি পরে টাকা শোধ করে দেব।’’

এর পরেই তাঁর আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবেরা তাঁকে ফোন করতে থাকেন। সকলের কাছেই ওই আর্থিক আবেদন গিয়েছে বলে জানান। কোনও এক সময়ে সোমাদেবী প্রধানমন্ত্রী শুধু আত্মীয়-বন্ধুবান্ধব নয়, আর্থিক সাহায্য চেয়ে মেল যায় একেবারে প্রধানমন্ত্রীর অফিসে। কিন্তু সোমাদেবী তো নিজে কোনও মেল করেননি। তখন তিনি বুঝতে পারেন তাঁর মেল হ্যাক করা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় ফোন করে বিষয়টি জানান রেজিস্ট্রার। এর পরে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement

কিন্তু প্রধানমন্ত্রীর দফতরে গেল কী ভাবে? সোমাদেবী জানান, ২০১৪ সালে বাংলাদেশের এক কবি তাঁর স্ত্রী-র মৃত্যু খবর মেল করে জানিয়েছিলেন সোমাদেবীকে। একই ভাবে প্রধানমন্ত্রীর দফতরের ওই ব্যক্তিকেও বাংলাদেশের ওই কবি মেল পাঠিয়ে ছিলেন। সেই সূত্রেই হ্যাকাররা প্রধানমন্ত্রীর দফতরে তা পাঠিয়ে দিয়েছে।

এ দিন সোমাদেবী বলেন, ‘‘পুলিশ জানিয়েছে নাইজিরিয়া থেকে আমার মেল আইডি কোনও ভাবে হ্যাক করা হয়েছে।’’ সাইবার ক্রাইম শাখার এক অফিসার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement